আমাদের কথা খুঁজে নিন

   

হিজিবিজি হিজিবিজি

saving the world by sleeping

লাইফে আমি কুনো চার্ম দেখতাছি না । ভাবছিলাম রোজার মাসে ভিন্ন কোনো স্বাদ পামু কোথায় কি ? সেই পুরানা ইফতার । বেগুনি, পিয়াজু । তয় এইবার মেনুতে আলুর চপ যুক্ত হইছে । আমার ফেবারিট ।

কিন্তু ৫ রোজার পর থিকা ঐটাও অখাদ্য লাগা শুরু করছে । আরেকদিন পিজ্জা কিন্যা লইয়া গেছি । পুরাই বস্তা পঁচা লাগছে । বুঝতাছি না আসলে কি খাইবার মন চাইতেছে কিছু করবারও মন চায় না । সকাল বেলা ঘুম থিকা উইঠা তড়িঘড়ি কইরা বাসা থিকা বাইর হই ।

ওত্ত সকালে বাসার সবডি ঘুমায় থাকে । আমি বের হই চুরের মতন । কেন জানি বাড়িত থাকতে মন চায় না । আর আপিসে সারাক্ষণ কেমনে সময়টা কাটান যায় সেই চিন্তা করি । কখন ৪টা বাজব আর আমি বাড়িত যামু ? ১০ মিনিট পর পর ঘড়ির দিকা চায়ে থাকি ।

৪টা বাজার সাথে সাথে দৌড় মারনের চেষ্টায় থাকি যদি আবার বস একটা মিটিং ডাইকে বসে । উনারাতো আটকায়ে রাখতে পারলে মহাখুশি ঐদিন উনাগো দাঁত থিকা মুক্তা ঝরে । তারপর বিশাল জানের জট পারি দিয়া বাসায় যদি ৬টার মাঝে পৌঁছাই তইলে কেল্লাফতে । সোজা বিছানা নিই । ইফতার তৈয়ারের পুরা দায়িত্ব আমার বোনটা নিজ হস্তে নিজের কাঁধে চাপায় লইছে আমার আর কিছু করনের থাকলো না ।

একটু ঘোরাঘুরি যদি করছি রান্না ঘরের কাছ দিয়া, আমার বোনে কয় যাও গিয়ে আরাম কর । আমার আর বেশি কিছু বলার নাই । ইফতারের পরই যে ঝিমুনিটা শুরু হয় তাতে আর বেশিক্ষণ জেগে থাকা সম্ভব হয় না । ৯.৩০টায় বিছানায় গড়াগড়ি আরম্ভ করি । তারপর আর কিছুই মনে থাকে না ।

সেহেরীতে মানুষ কেন ডাকে তাও আবার ভাত নামক অখাদ্য খাইতে । বেশিরভাগ দিনই পানি পান কইরে ঘুমায় পড়ি । কিছুই লেখার পাইতেছি না দেইখে হিজিবিজি রোজনামচা লিখলাম । এখন আর লিখতে ইচ্ছা করতেছে না । হাতে ঝিঝি ধরছে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।