আমাদের কথা খুঁজে নিন

   

শুধু ডোরেমন নয় সাথে আরোও বাঘা বাঘা চ্যানেল বন্ধ করতে হবে

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy নানা ঘাত-প্রতিঘাতের পর অবশেষে ডোরেমন কার্টুন বন্ধ হল। এ নিয়ে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাতেই ছিল এতদিন। তারা যেন হাঁপ ছেড়ে বাচলেন। মন্ত্রী-মিনিস্টার হইতে শুরু করে সাধারণ আম জনতাও মনে হয় অনেক টেনশন পোহাইছেন। কারণ, তাদেরও তো ছোট সন্তান সন্তুতি আছে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়েও কিনা ছেলে-মেয়ে হিন্দিতে কথা বলবে এটা নিশ্চয় কোন বাবা-মা মেনে নিতে পারেননা।

যদিও বা এখনকার আধুনিক মায়েরা সন্ধ্যা হলেই নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ভারতীয় সিরিয়ালগুলো গোগ্রাসে গিলতে থাকে। সেটাতে বোধহয় খুব একটা বড় প্রবলেম হয়না তাদের। যাই হোক! আমিও যে ডোরেমনের একজন বিশাল বড় ফ্যান ছিলাম এ কথা বলে আর নিজে লজ্জা পেতে চাইনা। সবই ঠিকভাবে হল, সাধারণ একটা ডোরেমন কার্টুনে বাঙ্গালী জাতির সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলে বড় বড় লেকচারও নাকি দিয়েছেন বড়ো বড়ো নেতারা। কিন্তু স্টার জলসা, জলসা মুভিস, আকাশ, ই.টি.ভি. বাংলা স্টার প্লাস, স্টার গোল্ড, জি সিনেমা, ইউ.টিভি এ্যাকশন এরকম আরও কত....................... মাননীয় ইনু সাহেবের নিকট আমার প্রশ্ন '' এগুলো কী কোন অস্ট্রেলিয়ান টিভি সেন্টার নাকি মামা?'' ভারতীয় সংস্কৃতির দ্বারা বাংলাদেশ যদি প্রভাবিত হয়েই থাকে তাহলে তা একমাত্র ওসব টিভি চ্যানেলের কারণেই।

তাই মাননীয় মন্ত্রী সাহেবদের কাছে আমার বিনীত অনুরোধ, যেন তারা এসব টিভি চ্যানেলই অতিসত্বর বন্ধ করে দেন। শুধু নামকা ওয়াস্তে ডিজনি চ্যানেলের মতো একটা চাইল্ড ক্যাটাগরির সেন্টার বন্ধ করে নাকে তেল দিয়া ঘুমাইয়েননা। নাকি আপনাদের বিবিদের প্রতি জুলুম হয়ে যাবে বলে এ ব্যাপারে মুখ খুলতে ভয় হয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.