আমাদের কথা খুঁজে নিন

   

বাদশাহ্ আকবরের তরবারী


আকবর, তোমার বিদ্যুৎ-চমক শাণিত তরবারী আমার ভীষণ প্রয়োজন কোথায় তোমার সেই তরবারী? ইতিহাসের পাতায় আশ্রিত মহামতি আকবর, একদা তোমার তরবারীর বেপরোয়া ঝলকে প্রকম্পিত রাজপথ নিশ্চিহ্ন হয়েছে নষ্ট জনপদ- বদমাস রাজন্যবর্গ -- মানবতার বাণী উচ্চকিত তোমার তরবারী দ্বিধাহীন নির্ভিক অসুর বধে। ধর্মনিরপেক্ষতার ঝান্ডাধারী মহামতি আকবর, সর্বধর্মের পবিত্র নির্যাসে পেয়েছিলে তুমি নিখিল মানবের মুক্তির সনদ-- তোমার তরবারীর অলীক ঝলকানোয় কুপোকাত ধর্মবেসাতী যত মোল্লা-পুরুত সাম্প্রদায়িক ক্রুর সমাজপতি। আকবর, জামাতী হায়েনার খপ্পরে প্রিয়তমা স্বদেশ আমার - ভুলুন্ঠিত মানবতার বাণী ভন্ড ফতোয়বাজের লোলুপ চাহনীতে হারিয়ে গেছে বোন নুরজাহান সিলেট-বগুড়া-ময়মনসিংহ-রংপুর টেকনাফ হতে তেতুলিয়া হায়েনার বীভৎস অট্টহাসি । আকবর, এক্ষুনিই দাও তোমার সেই বিদ্যুৎ-চমক শাণিত তরবারী আমি যুদ্ধে যাব হায়েনা বধে হব ইতিহাস। (ছবি: নটরাজ, ফ্রি উকিপিডিয়া। কপিরাইট প্রযোজ্য নয়)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.