আমাদের কথা খুঁজে নিন

   

মা ও শিশুর স্বাস্থ্য সেবায় ভ্রাম্যমান ক্লিনিক



সিলেটে প্রথম বারের মত গর্ভকালীন, প্রসবোত্তর ও এক বছরের শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘আপনার সেবায় ভ্রাম্যমান সূয্যের হাসি ক্লিনিক’। ভ্রাম্যমান এই ক্লিনিকটি শুরুতেই নগীর ২৫ টি স্থানে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করবে দুস্থ এবং দরিদ্র মা ও শিশুদের। দেশের অনান্য বিভাগে ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা বা ক্লিনিক থাকলেও সিলেটে সে রকম সেবা কার্যক্রম গড়ে উঠেনি। বা এগিয়ে আসেনি কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্টির মাঝে স্বল্প মুল্যের পাশাপাশি বিনা মুল্যে চিকিৎসা সেবা পৌছে দিতে এগিয়ে এসেছে ইউএসএইড, পার্থফাইন্ডার ও গ্রামীণ ফোন।

তাদের আর্থিক সহযোগীতায় আগামী সপ্তাহে যাত্রা শুরু করতে যাচ্ছে ভ্রাম্যমান ক্লিনিক। প্রাথমিক অবস্থায় নগরীর বিভিন্ন স্থানে গিয়ে দরিদ্র মা ও শিশুদের চিহ্নিত করা হবে। পরে সেই সব মা ও শিশুদের বিনা মুল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কার্ড প্রদান করবে। যারা এই বিনা মুল্যের কার্ড পাবে তারা ভ্রাম্যমান সূয্যের হাসি ক্লিনিকে বিনামুল্যে ডাক্তার দেখানেরা পাশাপাশি ঔষধ ও পাবে । মুলত: দরিদ্র গর্ভবর্তী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লিনিকটিতে গর্ভবতী মহিলাদের সাধারণ স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, ইপিই, পরিবার পরিকল্পনার সব ধরনের সেবা প্রধান করা হবে । এমনকি ১০ বছর মেয়াদী পরিবার পরিকল্পনার আইইউটি এর মত সেবা ও পাওয়া যাবে ক্লিনিকটি থেকে। যাদের কার্ড থাকবে তারা বিনা মুল্যে এধরনে সেবা পাবে। আর যাদের ফ্রি চিকিৎসার কার্ড থাকবে না তাদের কে ফি দিয়ে ডাক্তার দেখাতে হবে। এক্ষেত্রে ১টি পরিবার থেকে একশত টাকা দিয়ে নাম নিবন্ধিত করালে পরিবর্তিতে পরিবারের যে কোন সদস্য প্রতিবার বিশ টাকার বিনিময়ে ক্লিনিকটি থেকে ডাক্তার দেখাতে পারবেন।

আর যাদের কার্ড থাকবে না তারা প্রতিবার চল্লিশ টাকা ফি দিয়ে ডাক্তার দেখাতে পারবে ক্লিনিকটিতে। শুরুতেই নগরীরর ২৫ টি স্থানে নিয়মিত যাবে ক্লিনিক টি আর মাস শেষে যাবে ৫০ স্থানে। পূর্ব নিধারিত সময় সূচী অনুযায়ী নিদিষ্ট স্থানে যাবে ক্লিনিক। সেখানে রোগীদের সেবা প্রদান করবেন ডাক্তাররা। ভ্রাম্যমান ক্লিনিকটিতে সার্বক্ষণিক এজন করে এমবিবিএস ও প্যারামেডিক ডাক্তার থাকবেন।

পুরো এই কার্যক্রমটি পারিচালিত হবে সিলেট সমাজ কল্যাণ সংস্থা ( এসএসকেস) এর তত্ত¡বধানে। ক্লিনিক সূত্রে জানাগেছে ভ্রাম্যমান এই ক্লিনিকটি গাড়ী প্রদান করেছ বেসরকরী টেলিফোন কোম্পানী গ্রামীন ফোন। দরিদ্র ও দুস্থ রোগীদের যে ঔষধ প্রদান করবে তা গ্রামীন ফোনের সৌজন্যে। আগামী সপ্তাহের যে কোন দিন বাংলাদেশ সরাকারের অর্থমমন্ত্রী আবুল মাল আবুল মুহিত উদ্বোধন করবেন ক্লিনিকটি। ভ্রাম্যমান সূর্য্যরে হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানাজার মোঃ মোতাহের হোসেন জানান, মুলত: দরিদ্র ও দুস্থ মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে এই ক্লিনিকটি পরিচালনা করা হবে।

পাশাপাশি স্বল্প মুল্যে অন্য যে কোন মা ও শিশু ক্লিনিকটি থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।