আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালা-হারাম উপার্জনকারী!!!!!!!

মন আর মানসিকতায় মহাপুরুষ হতে পারিনি। তবে মহাপুরুষদের অনূকরনের চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত

বলুনতো, রিক্সাওয়ালার ইনকাম হালাল নাকি হারাম? হয়তো বলবেন হালাল। সারাদিন গায়ে গতরে কেটে যে আয় রোজগার করে তার আয় রোজগার হারাম হবার অবকাশ নেই। কিন্তু পাঠক, আপনার সাথে আমার মতের মিল কিঞ্চিত কিংবা মতের মিলের বিস্তর ফারাক। কেননা আমার মতে রিক্সাওয়ালার ইনকাম হারাম না হয়ে পারেনা।

কারন অতিরিক্ত ভাড়া আদায়ে এ রিক্সাওয়ালাদের কোন উপলক্ষ লাগেনা। তাদের কাছে ভালো দিন বলতে কোন দিন নেই। তাদের কাছে কোন দিন-বৃষ্টির দিন, কোন দিন-শীতের দিন, কোন দিন-গরমের দিন, কোন দিন-রৌদ্রের দিন। আর কোনদিনকে যদি তারা কোন নামে সম্বোধন করতে না পারে তবে সেটা হবে-জ্যামের দিন কিংবা কোন বিশেষ উপলক্ষের দিন। এতসব দিন দিন করেই রিক্সাওয়ালা আমাদের মতো মধ্যবিত্তের নিকট থেকে আদায় করছে অতিরিক্ত ভাড়া।

এমনিতেই ইদানিং ১০ টাকার ভাড়া ১৫-২০ টাকা হয়ে গেছে। তারপর আছে অফিস টাইমের ভাড়া! অফিস টাইমে রিক্সাভাড়া দিগুন থেকে শুরু করে কোন কোন সময় তা তিনগুনে রুপ নেয়। আসুন এবার বাস্তব কিছু বিষয় স্মরনে আনি- ১. একজন মজুদদার যদি পন্যদ্রব্য গুদামে আটকে রেখে তার দাম বাড়িয়ে দেয় তবে তার আয় রোজগার হালাল নয়; হারাম। ২. একজন কর্মকর্তা যদি ফাইল আটকে ঘুষ নেয় তবে সে ঘুষের টাকা হারাম। ৩. একজন ছিনতাইকারী অস্ত্রের মুখে কিংবা একজন পকেটমার যদি আমাদের পকেটের টাকা কৌশলে তার নিজের করে নেয় তবে তার সে আয় হারাম।

৪. যে কোন ধরনের কৌশল কাটিয়ে অতিরিক্তি অর্থ আদায় হারাম। এবার বলুন রিক্সাওয়ালার ইনকাম বা আয় উপার্জন হালাল নাকি হারাম?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।