আমাদের কথা খুঁজে নিন

   

একইদিনে দুই নেত্রীর পরস্পরকে দাওয়াত

ভালো আছি ভালো থেকো ...........

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর একটি নিউজ দেখুন । রাজনীতিবিদদের সম্মানে একই দিনে ইফতার পার্টি আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টি হবে গণভবনে এবং খালেদা জিয়ার ইফতার পার্টি হবে সংসদ ভবনের এমপি হোস্টেল প্রাঙ্গণে । ইতোমধ্যে তারা পরস্পরকে আমন্ত্রণ জানিয়ে কার্ড পাঠিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ইফতারের আমন্ত্রণপত্রটি বিরোধী দলীয় নেতার কাছে পৌঁছানো হয়েছে। এদিকে বিকালে বিএনপির একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে খালেদা জিয়ার আমন্ত্রণপত্র দিয়ে এসেছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়েছিল বলে জানান তিনি। উভয়েই একজন অন্যজনকে দাওয়াত দিলেও সঙ্গত কারণেই নিজের অনুষ্ঠানে অভ্যাগতদের স্বাগত জানাতে উপস্থিত থাকলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর পক্ষে আরেকজনের দাওয়াত কবুল করা সম্ভব হবে না। বাংলাদেশের রাজনীতির এ দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী নেতার মধ্যে দেখা-সাক্ষাতের ঘটনা অতি বিরল।

তীব্র রাজনৈতিক বৈরিতা থাকলেও তারা পরস্পরের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.