আমাদের কথা খুঁজে নিন

   

জুভেন্টাস, নাপোলির জয়

শনিবার রাতে জুভেন্টাস ৪-১ গোলে লাৎসিওকে এবং নাপোলি ৪-২ গোলে কিয়েভো ভেরোনাকে হারিয়েছে।
দু সপ্তাহ আগে লাৎসিওকে সহজেই ৪-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতে মৌসুম শুরু করে জুভেন্টাস। লিগে প্রথম ম্যাচে উদিনেসকে ২-১ গোলে হারালেও জুভেন্টাসের কাছে এবারো পাত্তা পায়নি ভ্লাদিমির পেতকোভিচের শিষ্যরা।
১৪ ও ২৬ মিনিটে আর্তুরো ভিদালের লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৩৮ মিনিটে জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসার গোলে ব্যবধান কমায় লাৎসিও।


দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় মার্কো ভুচিনিচ প্রতিপক্ষের জাল খুঁজে পেলে অ্যান্তোনিও কন্তের দলের জয় নিশ্চিত হয়ে যায়। ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন হার্নানেস মাঠ ছাড়লে ফিরে আসার শেষ আশাটুকুও শেষ হয়ে যায় অতিথিদের।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে জুভেন্টাসে যোগ দিয়ে সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজের। ৮০ মিনিটে দলের পক্ষে চতুর্থ ও শেষ গোলটি করেন তিনি।
অন্যদিকে কিয়েভো ও নাপোলির খেলায় প্রথমার্ধে ২-২ গোলের সমতা ছিল।

মারেক হামশিক ও হোসে মারিয়া কালেহনের গোলে নাপোলি দুবার এগিয়ে গেলেও আলবার্তো পালোসকির গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।
৬৪ মিনিটে হামসিকের দ্বিতীয় গোল ও গঞ্জালো হিগুয়াইনের লক্ষ্যভেদের পর আর পেরে উঠেনি কিয়াভো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.