আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদে কারিগর (বাবুই)



বাবুইকে বলা হয় তাঁতি পাখি। চড়ুইয়ের জাতভাই। প্রজাতি হলুদ, কালো-সাদা, বাদামি, কালো রঙের হয়। উল্লেখযোগ্য হচ্ছে কালোবুক (ব্ল্যাক ক্রেস্টেড উইভার বার্ড), ডোরাকাটা বাবুই (স্ট্রিকড বায়া) ও সাধারণ বাবুই। শস্যদানা, বীজ, কীটপতঙ্গ খায়।

এরা গানের পাখি। গলার শব্দ হচ্ছে চিই-ই-ই, কিট্ কিট্। বাসা বাঁধার সময় সমস্বরে ডাকে, ডানা ঝাপটায়। পাখির বাসার মধ্যে বিশ্বের অন্যতম সেরা ও সুন্দর বাবুইয়ের বাসা। এ জন্য এরা ধানের পাতা, খেজুরের কচি পাতা সরু করে কেটে আনে।

তাল, নারকেল, বাবলা ইত্যাদি গাছে ওদএর বাসা ঝুলে থাকে। এতে দু'টি প্রবেশমুখ তাকে। ডিম-বাচ্চার কুটুরি আলাদা। চড়ুইসদৃশ এই পাখি ১২ বছর পর্যন্ত বাঁচে। বাংলাদেশে ৩ প্রজাতিই আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।