আমাদের কথা খুঁজে নিন

   

তিন পৃষ্ঠার গ্রন্থ

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

তিন পৃষ্ঠার গ্রন্থে খণ্ড-খণ্ড মুখোশের বিকাশ পুঁজির হালকা নাচে ক্রাচের উপর মেদ জমে ওঠা ভূতগ্রস্ত মানুষেরা ফর্সারমণীর বিজ্ঞাপণ দেখে চেটে নিচ্ছে নিজেদেরই জিভের লালা, চোখ পিটপিট করে দেখে নিচ্ছে আমাদের শিশুরাও। কর্পোরেট টাই আর কালোজুতোর ঝিলিকে ওহে বাদামের খোসা! একটু নড়ে চড়ে বসো, ক্রিম বিস্কিটে লেলিয়ে দাও কামড় - বাতাসে ভাসা গরিব মানুষের কণ্ঠস্বরে দেখো কেমন কোকিল ডাকছে, থেমোনা হে কোকাকোলার ক্যান তুমি গড়িয়ে চলো, তোমার বুকের ভিতর অনেক মেদবহুল মানুষের স্বপ্ন, আমি ওগুলো গুড়ো করে দক্ষিণা হাওয়ায় একাকী উড়াবো। লাজুক ইমারত শিল্পীরা গান গাচ্ছে চ্যানেলে চ্যানেলে, আমি কাচ ঘেরা ব্লুকিরণে দুটি অগ্নিমণ্ডের অবয়ব ভেসে উঠা দেখছি জিভেতে লালাভ মরিচের ঝাঁঝ এসে সেলুট জানাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।