আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবংগে বংগবন্ধু আলোড়ন (ব্যাফুক বিনুদুন)

যদি হই চোরকাঁটা তোর শাড়ীর মাঝে........

আজকের ইত্তেফাক এ খবরটা দেখলাম। বংগবন্ধু যে দেশে জন্মগ্রহন করেছেন সে দেশের মাটি ও মানুষ ধন্য পশ্চিম বাংলায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস আয়োজিত জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় একথা বলেন। (বাংলাদেশী পার কইরা অহন বাংগালী গন্ডীতে, ব্যাফুক!!) শেখ সাহেব তাঁর ছাত্রজীবনের একটা সময় কোলকাতার 'বেকার হোস্টেল' এ কাটিয়েছেন, তখন থেকে এই ভদ্রলোকের সাথে তাঁর পরিচয়, মাগার তারা সহপাঠী ছিলেন নাকি কইতারিনা। এইসব কঠা কইতে কইতে বেডায় কান্নাকাটি শুরু করলো (কি আপচুচ, জিন্দা থাকলে মুনে লয় চুমায় চুমায় ভরাইয়া দিত)। হেরপর কইলো যে মুক্তিযুদ্ধের সুময় হেয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী আসিল।

পরবর্তীতে তার সাথে শেখ সাহেবের নিয়মিত কথাবারতি হইত। হেয় তার পকেট থিকা একখান ফটু বাইর করলেন, যাতে হেয়, শেখ সাহেব আর ইন্দিরা আপা একলগে আসেন। 'এই ছবিটা সবসময় সাথে রাখি', এইকথা কইলেন। (ব্যাডায় কি যে করে সবিডা লইয়া, হেয় আর হের ৩৩কুটি বগবানই জানে, ঈমানে কইলাম কিন্তুক) অনুষ্ঠানে বাংলাদেশ থিকা আবদুর রাজ্জাক (বর্তমান সংসদ সদস্য) গেসিলেন, হালে ইনাগো তো অফুরান টাইম, উনি কইল কি হুনেন, 'বাংলা ভাষার জন্য বাংলাদেশের জন্ম, সেই ভাষার জন্যে লড়েছিলেন বংগবন্ধু, ভাষার বাঁধন জোরালো কর্তে দুই দেশের মধ্যে আরও বেশী সাংস্কৃতিক আদান প্রদান প্রয়োজন'। (স্বাধীনতা ছাইড়া অহন ভাষা লইয়া পড়সে, রাজ্জাক মামার মনে লয় বারতে একডি ফস্টিনস্টি করবার মুন্চায়, ওরে আর কত একজনের নাম ভানগাইয়া খাইবি তরা) অনুষ্ঠানে আরও অনেক বাংগালী আসিল।

যাউগ্গা মেলা কথা কইলাম, এতকিসু ভাল্লাগে না। খবরটা পইড়া কইলাম ব্যাফুক বিনোদিত হইসি। মেলা কিসু কইতে মন্চায়, মাগার কমু না আফনাগো যা মুন্চায় কইতারেন তইথ্য: View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.