আমাদের কথা খুঁজে নিন

   

মনে মনে বলছিলাম, যা শুনলাম তা যেন মিথ্যা হয়.......

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

গতকাল বিকেলে, হঠাৎ কাউকে তেমন কিছু না বলে, একটা রিক্সা নিয়ে চলে গেলাম খালার বাসায়। বাসায় ঢুকতে গিয়েই দারোয়ানের কাছ থেকে জানলাম খালা এবং কাজিনরা কেউ বাসায় নেই। কোথায় যেন গিয়েছে একটু আগেই। ফোনে জানলাম উনারা আমার মামার বাসায় গেছেন।

গেলাম সেখানে। পৌঁছানোর সাথে সাথেই আমার কাজিন বললো, "ভাইয়া, নাহিদা মারা গেছে। " যেহেতু আমার দুই কাজিনই মেডিকেলে পড়ছে তাই ওরা নাহিদা ডোনেশন প্রোগ্রামটা নিয়ে যুক্ত ছিল। কিন্তু ওর কথা আমার বিশ্বাস হচ্ছিল না। আমি ফোন দিলাম প্রত্যুকে।

তাকে ঘুম থেকে টেনে তুললাম। কিন্তু সেও জানেনা। সেই মুহুর্তে অনৃন্য নাম্বার খুঁজছিলাম। কিন্তু আমার কাছে নাই। ফোন দিলাম আরেকজনকে, উনিও কিছুই জানেন না।

আমি তাকে বললাম, "একটু খোঁজ নিয়ে আমাকে জানান প্লিজ। " এই কয়েকটি মূহুর্ত আমার মনে হচ্ছিল, "আমি যা শুনেছি, তা যেন মিথ্য হয়। " কিন্তু ফিরতি ফোনে জানলাম যে, "হ্যাঁ সত্যিই নাহিদা আর নেই। " খুবই দুঃখজনক একটা ব্যাপার। ভারত থেকে ফেরার পথে নাকি মারা গেছে।

ওখানকার হাসপাতালের ডাক্তাররা "না" বলে দিয়েছিলেন। পোষ্টমর্টেম ছাড়া নাকি লাশ ছাড়বে না বর্ডার। আরো অনেক সমস্যা। [এগুলো সব শোনা কথা] সবাইকে কাঁদিয়ে চলে গেল নাহিদা। আল্লাহ যেন, তাকে বেহস্তবাসী করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।