আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী বিধি ভাঙছেন: ফখরুল

বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার পরও সরকার ক্ষমতায় থাকার ‘চক্রান্ত’ করছে বলেও তিনি অভিযোগ করেছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের বিধি-বিধান লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে আচরণ বিধি লঙ্ঘন। ‘‘ এ থেকে প্রমাণ হয়, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তারা নির্বাচনের আগেই বিধি-বিধান লঙ্ঘন করতে শুরু করেছে।’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক দিনে ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আয়োজিত জনসভায় অংশ নেন এবং বর্তমান সরকারে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.