আমাদের কথা খুঁজে নিন

   

40 হাদিসের ফাজায়েলঃ পর্ব ৪



প্রথম প্রকাশ http://imti24.wordpress.com অন্যান্য পোষ্ট জানাজার নামাজ ১৬। হযরত আয়েশা রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, নামাজের ভিতর কোরান তেলোয়াত করা নামাজের বাহিরে কোরান তেলোয়াত করা হইতে উত্তম। আর নামাজের বাহিরে তেলোয়াত করা তাসবীহ ও তাকবীর হইতে উত্তম। আর তাসবীহ পড়া ছদকা হইতে উত্তম। আর ছদকা রোজা হইতে উত্তম।

আর রোজা দোযখ হইতে বাচিবার ঢালস্বরুপ। ১৭। হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, তোমাদের মধ্যে কি কেহ ইহা পচ্ছন্দ করে যে, সে বাড়ি ফিরিয়া ৩ টি মোটা তাজা গর্ভবর্তী উটনী পাইয়া যাবে? আমরা আরজ করিলাম, অবশ্যই আমরা ইহা পচ্ছন্দ করি। হুজুর সাঃ বলিলেন, কেহ যদি নামাজে ৩ টি আয়াত তেলোয়াত করে তবে উহা ৩ টি মোটা তাজা গর্ভবর্তী উটনী হইতে উত্তম। ১৮।

হযরত আউস ছাকাফী রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, কোরান শরীফ মুখস্থ পড়িলে ১০০০ গুন ছওয়াব হয়। আর দেখিয়া পড়িলে ২০০০ গুন পর্যন্ত ছওয়াব বৃদ্ধি পায়। ১৯। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, মানুষের অন্তরেও মরিচা পড়িয়া যায় যেমন লোহাতে পানি পাওয়ার কারনে মরিচা পড়িয়া যায়। জিজ্ঞাসা করা হইল ইয়া রাসুলুল্লাহ সাঃ ইহা পরিষ্কার করার উপায় কি? তিনি বলিলেন, মৃত্যুকে বেশী করিয়া স্মরন করা এবং কোরান পাকের তেলোয়াত করা।

২০। হযরত আয়েশা রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, প্রত্যেক জিনিসের কোন না কোন গর্ব ও মর্যাদার বিষয় থাকে, যাহা দ্বারা সে গর্ব করিয়া থাকে। আমার উম্মতের গর্ব ও মর্যাদার বিষয় হলো কোরান শরীফ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।