আমাদের কথা খুঁজে নিন

   

40 হাদিসের ফাজায়েলঃ পর্ব ৩



প্রথম প্রকাশ http://imti24.wordpress.com ১১। হযরত মুয়ায জুহানী রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তি কোরান পড়িবে এবং উহার উপর আমল করিবে তাহার পিতামাতাকে কেয়ামতের দিন এমন একটি মুকুট পড়ানো হবে, যাহার আলো সূর্যের আলো হতেও বেশী হবে যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। সুতরাং যে নিজে কোরানের উপর আমল করে তার সম্পর্কে তোমাদের কি ধারনা। ১২। হযরত উকবা ইবনে আমের রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যদি কোরান শরীফকে কোন চামড়ার মধ্যে রেখে আগুনের মধ্যে ফেলিয়া দেয়া হয়, তবে উহা পুড়িবে না।

১৩। হযরত আলী রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তি কোরান পড়িল, অতঃপ র উহার হেফজ ইয়াদ করিল এবং উহার হালাল কে হালাল এবং হারাম কে হারাম জানিল, আল্লাহতায়ালা তাকে জান্নাতে দাখিল করবেন এবং তাহার পরিবারের এমন ১০ জন লোকের জন্য তাহার সুপারিশ কবুল করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ১৪। হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, তোমরা কোরান শিক্ষা কর। অতঃপর উহা তেলোয়াত কর।

কেননা যে ব্যক্তি কোরান শিক্ষা করে ও তেলোয়াত করে এবং তাহাজ্জুত নামাজ পড়িতে থাকে, তাহার দৃষ্টান্ত ঐ থলির মতো যাহা মেশকের দ্বারা ভরপুর। উহার খোশবু সর্বত্র ছড়াইয়া পড়ে। আর যে ব্যক্তি কোরান শিক্ষা করিল এবং রাত্রে ঘুমাইয়া কাটাইয়া দিল তাহার দ্রৃষ্টান্ত মেশকের ঐ থলির মতো যাহার মুখ বন্ধ করিয়া দেয়া হইয়াছে। ১৫। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তির অন্তরে কোরানের কোন অংশই রক্ষিত নাই, উহা বিরান ঘরের মতো।

অন্যান্য পোষ্ট জানাজার নামাজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।