আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা – The Reader

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
সম্প্রতি দেখলাম The Reader ছবিটি । ভালো লেগেছে , তাই আপনাদের সাথে আমার ভাললাগা ভাগ করে নিতে কিছু লিখতে বসে পড়লাম । ছবির গল্প শুরু হয় ১৫ বছরের এক কিশোরকে নিয়ে । একদিন স্কুল থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে এক মহিলা তাকে বাসার রাস্তা পর্যন্ত এগিয়ে দেয় । সুস্থ হয়ে মহিলাকে ধন্যবাদ জানাতে গিয়ে ছেলেটি আবিষ্কার করে নারীত্বের অন্য রূপ।

অর্ধনগ্ন নারীদেহ আলোড়ন ফেলে দেয় কিশোরের কৌতুহলী মনে । শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে হানা স্মিথের সাথে , স্কুল ফাঁকি দিয়ে চলতে থাকে নিষিদ্ধ সঙ্গম ; পাশাপাশি ছেলেটি তাকে পড়ে শোনাতে থাকে বিভিন্ন গল্প-কমিকস । সময় বয়ে চলে আপন গতিতে, হানারও অন্য জায়গায় চলে যাবার ডাক পড়ে । হানা মাইকেলকে কিছু না জানিয়ে চলে যায় , রেখে যায় অসম প্রেমের জটিল স্মৃতি । মাইকেল আবার তাকে পায়, তবে একজন যুদ্ধাপরাধী হিসেবে ; যেখানে আইনের ছাত্র হয়ে তাকে পর্যবেক্ষণ করতে হয় হৃদয় ভেঙে দেওয়া সে বিচার।

অন্যায়ভাবে যাবজ্জীবন হয় হানার , হানা কি তখন দেখতে পেয়েছিল ৮ বছর আগের সেই বাচ্চাটার চোখ বেয়ে পড়া নোনা জল? এর মধ্যে সংসার হয় মাইকেলের, আবার ডিভোর্সও হয়ে যায় ; জন্ম নেয় একটি কন্যা সন্তান। নিজের পুরনো ডায়রি পেয়ে আবার জেগে ওঠে কিশোর প্রেম, এবার তার রূপ বদলেছে ; মধ্যবয়সী নারীর নি:সঙ্গ এক পুরুষের ভালবাসা । যা ব্যক্ত করার সাহস ঐ পুরুষের নেই। আগের স্মৃতি মনে করেই পুরনো সেই বইগুলো পড়ে ক্যাসেটে রেকর্ড করে পাঠাতে থাকে নিরক্ষর হানার কাছে। বাঁচার জন্য বেঁচে থাকা হানার চোখে তখন নতুন করে খেলা করছে বেঁচে থাকার স্বপ্ন।

সেই ক্যাসেট শুনে শুনে সে লিখতে পড়তে শিখে যায় , চিঠিও পাঠায় আইনজীবিরূপী তার সেই Kid-এর কাছে । না, চিঠির উত্তর দেয়ার সময় তার হয়না ; চলতে থাকে ক্যাসেট পাঠানো। একসময় হানার মুক্তির সময় হয়, খবর দেয়া হয় মাইকেলকে । দ্বিধাগ্রস্থ মাইকেল আসে হানার সাথে দেখা করতে । যখন হানা তার কিশোর প্রেমিককে দেখল অন্যরকম এক আনন্দ খেলা করতে লাগল তার চেহারায়।

সে আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগল না, হানা বুঝে গেল সে Kid আর আগের মত নেই। কোথায় গেল সে উচ্ছ্বাস, বাঁধভাঙা সে ভালবাসার আকুতি ? সময়ের সাথে অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়, তাই বুঝি সে আবেগ হারিয়ে গেল কালের গহবরে ! হানা মেনে নিতে পারেনি নিষ্ঠুর সমাজে তার একমাত্র অবলম্বনের অপ্রত্যাশিত আচরন। তাই সবাইকে মুক্তি দিয়ে পাড়ি জমায় অনন্তের পথে। রেখে যায় তার Kid মাইকেলের জন্য ভালবাসা। ছবির অন্যতম আকর্ষণ কেট উইন্সলেটের অনবদ্য অভিনয়, এ চরিত্রের জন্যই তিনি অস্কার পেয়েছেন।

যারা ছবিটি দেখেননি তারা আজই দেখে ফেলুন, ছবিটি কিন্তু প্রাপ্তবয়স্কদের উপযোগী তাই পরিস্থিতি বুঝে দেখবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.