আমাদের কথা খুঁজে নিন

   

ডিফারেন্ট টাচ এর একটি গানের লিরিক্স

কিছু বলার নাই

এই গানটা অনেক পুরানো তাই কিছু কিছু কথা এখন আর গ্রহন যোগ্যনা বিশেষ করে ব্রাকেট এর অংশটুকু। এই গানটা নিয়ে আরো কয়েকটা কথা। কিছু দিন আগে কোন একটা চ্যানেলে ডিফারেন্ট টাচের একটা লাইভ ফোন কনসার্ট দেখতিছিলাম তো সেইখানে বেশির ভাগ দর্শক এই গানটার জন্য রিকুয়েষ্ট করতেছিল কিন্তু তারা সহজে এই গানটা করতে চাইতে ছিলনা। শেষ পর্যন্ত্য তারা গানটা করল কিন্তু অনেক কাট ছাট করে, কিন্তু তাতে গানের আসল অর্থই আর ছিলনা। “হাল জামানার রাজনীতি ভাই , করতাছি যে আমরা সবাই পেছন পকেট সদাই গরম , গলা বাজির আছে যে সায়।

। এ মন হায়, একবার দুইবার নেতা হইবার চায় শুনছি নাকি নেতারা সব এয়ারকন্ডিশন পায়। । হরতাল মিছিল চালাইয়া যাও , রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও পেছন পেছন আছি আমি , কোন কিছুর ভরশা নাই। বিশ্রামেতে যাইয়া নেতা সপ্নে চোখ বুলাই বঙ্গভবন যাইতে নেতা মার্সিডিজ চালায় বাইরে গরম চলতায়াছে , সেখানে তা নাই মরলে মরব যুবকরা সব , আর মরলে টোকাই।

। বড় সাধ, একবার আমি মিনিষ্টার হব মিনিষ্টারি না পাইলেও এমপি হব ইলেকশনে দাড়াইবেন ভাই , শিক্ষাগত যোগ্যতা চাই প্রাইমারি পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিসকোয়ালিফাই। । দেশের সেবা করব বলে , দাড়াইছি ভাই দলে দলে খুন খারাবির দোষ তাতে কি , রায়টা আমার পক্ষে যে চাই গনপতি কবে হব , সুইস ব্যাঙ্কে নোট জমাব হর হামেশা চিন্তা শুধু , বিনা লাভে দিন বুঝি যায়। এবার কন, কার কি মনে চায় একটা বার হুনতাম কপাল গুনে যদি দ্যাশের গদিটা পাইতাম একশ কথার এক কথা ভাই , বলতে মোদের দোষ কিছু নাই ভক্তি আছে যেমন তেমন , কাম করনের নাইকো বালাই ঝড় বন্যাতে ভাইসা গেছে , বৈদেশি ডলার আইসাছে ডুব দিয়াছে কোন গুদামে , আমরা কিন্তু কিছু দেহিনাই (দুঃখে মোদের দিন কাটে যে , এই বিভাগে নাই কিছু নাই খুলনাবাসীর ভার্সিটি কি এই জনমে হইবে জিগাই বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও আমরিকাতে যাব মোরা ইমিগ্রেশন চাই”)


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।