আমাদের কথা খুঁজে নিন

   

সুরা ইয়াসীনের শেষ সাত আয়াতের অর্থ.........

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। (সুরা-ইয়াসীন-আয়াত-৭৭) সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অতচ সে নিজের সৃষ্টি ভূলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমুহকে যখন সে গুলো পচে যাবে? (সুরা-ইয়াসিন-আয়াত-৭৮) বলুন যিনি প্রথম বার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সর্ম্পকে সম্যক অবগত।

(সুরা-ইয়াসীন-আয়াত-৭৯) যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। (সুরা-ইয়াসীন-আয়াত-৮০) যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হাঁ তিনি মহাস্রষ্ট্রা সর্বজ্ঞ। (সুরা-ইয়াসীন-আয়াত-৮১) তিনি যখন কোন কিছু করতে ইচ্ছে করেন, তখন কেবল তাকে বলে দেন 'হও' তখনই তা হয়ে যায়। (সুরা-ইয়াসীন-আয়াত-৮২) অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

(সুরা-ইয়াসীন-আয়াত-৮৩) কোরআন শরীফঃ http://www.quraanshareef.org/ হাদিস শরীফঃ http://www.hadithshareef.org/ কোরআন শরীফ শুনতে ও পড়তে/হাদিস শরীফ/ বিভিন্ন ইসলামী বই পড়তে ও ডাউনলোড করতে হলে... http://www.banglakitab.com/index.htm
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.