আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাসক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

মাত্র ২৪ বছর বয়স তার। এক বছর আগে বিয়ে করে সে। তার স্ত্রীর বয়স ২০ বছর। নব দম্পতি তো বলা যায় তাদের। অথচ মাত্র ৩ হাজার টাকার জন্য তার স্ত্রীকে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছে স্বামী।

মাদকাসক্তি মানুষকে কতটা নিচে নামাতে পারে তার প্রমাণ এই ঘটনা। ভয়ংকর ও মর্মান্তিক। পত্রিকায় প্রকাশিত ঘটনাটি এ রকম : রূপগঞ্জে স্বামী-স্ত্রীর গলিত লাশ উদ্ধার # ৩ খুনি গ্রেফতার রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে খুন হওয়ার ৬ দিন পর স্বামী-স্ত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ৩ খুনিকে গ্রেফতার করা হয়েছে। রাতভর ৭ জনে ধর্ষণের পর স্ত্রীকে এবং ৩ হাজার টাকার জন্য স্বামীকে হত্যা করা হয় বলে আসামীরা পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ জানায়, ১ বছর পূর্বে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি গ্রামের সিরাজুলের ছেলে আব্দুর রহমানের (২৪) সাথে একই গ্রামের আনোয়ারের মেয়ে খাদিজার(২০) বিয়ে হয়। মাদকাসক্ত স্বামীর সাথে বনিবনা না থাকায় খাদিজা বাবার বাড়িতে বসবাস করতেন। এ সময় সে একটি কয়েল কারখানায় কাজ নেয়। গত মঙ্গলবার রাতে স্বামীর সহযোগিতায় স্থানীয় সুমন (২৩), লোকমান (২১), সফিক (২২), সুমন (২৫), জামাল(১৮) ও আরিফ তাকে অপহরণ করে। রবিবার সকালে গন্ধর্ববপুর এলাকার এক জেলে সেখানকার একটি ডোবায় জোড়া লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনার সাথে জড়িত সুমন(২৫), জামাল(১৮) ও আরিফকে গ্রেফতার করেছে। ধৃত আসামীগণ জানায়, অপহরণের পর খাদিজাকে গন্ধর্ববপুরের একটি নির্জন বাগানে নিয়ে রাতভর ধর্ষণ করে । এ জন্য রহমান তাদের প্রত্যেকের কাছ থেকে ৫’শত টাকা করে গ্রহণ করেছে। গ্রহণকৃত ৩ হাজার টাকার জন্য রহমান এবং ধর্ষণের কথা প্রকাশ না করার জন্য খাদিজাকে পানিতে চুবিয়ে হত্যার পর লাশ পচা ডোবায় পুঁতে রাখা হয়। শেষ কথা : মাদকাসক্তি মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায়।

একজন সুস্থ মানুষের কখনও ভুলেও মাদক গ্রহণ করা উচিত না। মাদক মানে সর্বনাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।