আমাদের কথা খুঁজে নিন

   

আয়োডিনের অভাবে..,ভয়ে আমার হাত পা .... আর মাহমুদুল্লাহর ক্যাচ মিসিং অতএব ১৯৪ নট আউট।

আমার ব্লগ নিক নেম ছিলো "ছৈয়দ শেইমছুল হুক" কর্তৃপক্ষের খতনার পরে নতুন নাম নিয়েছি "সন্ন্যাসী কবি"! বেদনা দায়ক ছিলো আমার ব্যান খাওয়ার দিন গুলি:(
তাগোরে খেলার আগে এই গুলা পান করতে দেয়া উচিত... যেভাবে ঘুমায় কি আর কমু। বাংলাদেশ দলের খেলা দেইকা কুত্তা ও পর্যন্ত হতাশ হইবো শুরুতে এক উইকেট গেলো। হের পরে আবার যা তা ধরনের বোলিং ফিল্ডিং... মাঝখান দিয়া টাইট বোলিং করলো। ফিল্ডিং ও মোটামুটি ভালো হইলো যাক উইকেট ৩টা পরলো। আমাদের বোলার এবং ফিল্ডারেরা মনে করলো... আর কি জিম্বাবুয়ে শেষ ।

হেরা একটু আরম আয়েশে গাঁ ভাসাইয়া দিলো । এক রানের জায়গায় তাগো ব্যাটসম্যানেরা ৩ রান নিলো। আজ কে যে মাহমুদুল্লায় মহা পাপ করলো তার জন্য তারে কোন ভাবেই ক্ষমা করা যায় না । পোলাটা সেই যে ওয়েষ্ট ইন্ডিজে কয়টা উইকেট পাইলো হের পরে-ই গেলো না করতে পারে ঠিক লাইনে বল। না পারে ব্যাটিং।

আইজকা তো সে ওয়ানডে ইতিহাসের ২০০ রান জিম্বাবুয়ের ব্যাটসম্যান কে উপহার দিতে চাইলো। যাক ভাগ্য গুনে মাহমুদুল্লারা বাইচা গেলো। তয় আমাদের পোলাপানদের খেলা দেইকা মনে হয় তারা আয়োডিনের অভাবে ভুগতেছে। দৌরাইতে পারে না ব্যাটিং করতে যাইয়া ঘুমায় বোলিং করতে যাইয়া বোলারেরা (কইলাম না পথহারাইয়া পালায় আর ফিল্ডারেরা তো মনে অয় দুঃস্বপ্নের মধ্যে ঝিমোয়তেছে। শেষে যে দুই জনের কথা না কইলে আমার পাপ হইবো তারা হইলো আম-পেয়ার(আম-আনফেয়ার) হালারা কি ভুদাই।

নাকি শপথ করছে যে আজকে জিম্বাবুয়েরে জিতাইয়া চারুম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।