আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের উইনিং কম্বিনেশন ধইরা রাখনের লিগা দুয়েকটা ফরজ কাজ!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

বাংলাদেশ পুচকা টিম গুলানের সাথে ফাটাফাটি পারফরমেন্স দেখাইতাছে। এইটা নিয়া গতকাইল রাইতে আমি ১ সদস্য বিশিস্ট চিন্তা ভাবনা কমিটি গঠন করলাম যেই কমিটির মূল কাম হইলো বাংলাদেশের এই উইনিং কম্বিনেশন ধইরা রাখনের লিগা কিছু অবশ্য করতব্য কাজ ধারন করা। মুসলমানের যেমন মুসলমানী আর নামাজ ছাড়া গতিক নাই, সেমন এই দলেরও এই কাম ছাড়া গতিক নাই বলিয়া আমি আর আমার কমিটির সদস্যবৃন্দ মত দিছে কুনো মদ না খাইয়াই! পয়লা কাম: "আশরাফুলরে আজীবনের লিগা অধিনায়কত্ব থিকা দূরে রাখা!" শানে নযূল: ব্যাটা এখন যেমুন বোলাইতাছে সেমুন পিডাইতাছে। মাগার যখন অধিনায়ক আছিলো তখন ওর চোখের পাপড়ী ঠিক করনের লিগা চান্দু ইংল্যান্ড যাইতো।

ভাব দেইখা মনে হইতো মাইকেল জ্যাকসনের গানের রাইটার। আর অখন, ব্যাটা দৌড়ের উপ্রে থাক! দ্বিতীয় কাম: "মাশরাফীরে অস্ট্রেলিয়ার হাসপাতাল থিকা দ্রুত ফিরায় আনা হোউক!" শানে নযূল: আগে যা কইছি [বাঙ্গালী চোপা আর বোলিং: এই দুটাতে বিল্ট ইন এক্সপার্ট। চাপার বাইড়ানিতে যেমুন এর ধারে কাছে নাই সেমন বোলিংও খারাপ নাই। তয় ব্যাটিং করবার দিলে কুনো কামের না। মাশরাফী মেলা দিছে, আপাতত ও জিড়াক, সাকীবের অধিনায়কত্ব আমার পছন্দ হইছে! মাগার মাশরাফী সিনিয়র দেইখা সাকীবের আন্ডারে অধিনায়কত্ব করবো না আর পরে আইলে প্যাচ লাগবো! পারলে ঐখানে মাশরাফীরে অস্ট্রেলিয়ার কাউন্টিতে ভর্তি করাইয়া সিটিজেন দিয়া দেওন হোউক।

এই ব্যটাও দৌড়ের উপর থাক। ] এইটা এখন বাদ। ওরে দুরত ফিরায় আনা হোউক। ওরে আজীবন আমাগো দলের ফাস্ট বোলিং এক্সপার্ট হিসাবে রাইখা দেওনের জুর দাবী উইদআউট থিন্কে করা হোউক! তৃতীয় কাম: " প্রথম আলোর উৎপল শুভ্ররে পিটায়া তক্তা বানানো হোউক" শানে নযূল: ইহা একখান আল্লাহর মাল, বৈদেশ গেলে মনে হয় রাস্তার আনাচে কানাচে যারে পায় তার সাক্ষাৎকার এমতে লয় যে দেয় সে নিজেও জানে সে কত বড় পাবলিক। আর বাঙ্গালী জিতলে এমুন কথা লেখে যে তখন বাঙ্গালী ব্যাটসম্যান গুলানও টেনশনে পইড়া যায়, কি হনু রে! ওরে মাইরা তক্তা বানাইয়া গুলিস্তানের গোলাপ শা মাজারের পাশে শোয়ায় রাখা হোউক! চতুর্থ কাম: উপরের তিন খান কাম অবশ্যই পালন করন হোউক, দরকার হইলে আমাদের জাতীয় টালু বিএনপির গর্ব খোর-এ-আজম দেলুর পরামর্শ লেইখা সবাইরে হাসানো হউক!।

আইজ এই পর্যন্তই, বাংলাদেশ জিতলে খবর দিয়েন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.