আমাদের কথা খুঁজে নিন

   

আবারো সিরিজ জয়ের সামনে: সাকিবদের সাথে থাকি



অপ্রত্যাশিত পরাজয়ের ধাক্কা সামলে বাংলাদেশ আজ আবার জয়ের ধারায় ফিরবে, জিতে নেবে সিরিজ এ প্রত্যাশায় আসুন আমরা সাকিবদের সাথে থাকি। জানি না কী বুঝে সাকিব সেদিন টসে জিতে বোলিং নিলেন ! মনে রাখা ভালো এটা সাকিবের একক সিদ্ধান্ত নয়। টিম মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়। যাই হোক, সেটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। কারন শুরুতে মাহবুবুল দুটো উইকেট নিয়েছেন।

এর পর সবাই মিলে এলোমেলো বোলিং শুরু করলেন কেন তা তাঁরাই জানেন। এরপর টপ অর্ডারের ব্যর্থতার পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি। যা হবার তাই হলো। আমরাতো টানা পরাজয় দেখেই অভ্যস্ত। ক'দিন স্বপ্নের মতো টানা জয় দেখে ধাঁধাঁ লেগে গিয়েছিলো।

আবার মাটিতে নামলাম। আজ চতুর্থ ম্যাচ। আজ জিতে নিলে আমরা বেঁচে যাই টেনশন থেকে। শেষ ম্যাচের জন্য সিরিজ জয়ের টার্গেট পিছিয়ে গেলে এবার সেটা কঠিন হবে। দেয়ালে পিঠঠেকা সিংহ বাঘের জন্য কম বিপজ্জনক নয়।

আসুন সাকিবদের পাশে দাঁড়াই। ওদের শুভ কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।