আমাদের কথা খুঁজে নিন

   

মিছে নয়



তোমার অনামিকায় এ কি আভরণ তা দর্শনে উৎসুক এ মন। প্রাচীর পেরিয়ে সীমানা ছাড়িয়ে বাঁধা মারিয়ে প্রেম ধরিয়ে দুর্গম পথ পাড়ি জামিয়ে তোমার সঙ্গমে সব হারিয়ে তবু সুখী এ প্রেমিকমন! সহজ কোন কাব্য নয় দূর্গমতর প্রেম সৃজনে প্রেমেরা সফল হয়। অবিশ্বাস্য সব শক্তি হটিয়ে সব বাঁধারে পরাজিত করে করেছি তোমারে জয় মিছে নয় মিছে নয়। তোমার তুমিতে যে তোমার বাস সেথায় সখি শুধু আমারই আবাস অন্যে কেহ নয় । আজিকে তুমি মহাবিরক্ত কালিকে তুমি হবেরে সিক্ত প্রেমময় প্রেমময় । তোমার অধরে যাই চুমিয়া ওষ্ঠে ওষ্ঠে প্রেম সপিয়া ভর করে সেথা রাজ্যের বিস্ময় । প্রেমের বরষা বরিষে দেখ আনন্দময়ী হরিষে থেকো কপোলে তোমার স্নেহরে এঁকো আরশিতে আমার তোমারে দেখো । ভালবাসা স্নাত পরী যে তুমি প্রেমে পরে দাও মানবেরে চুমি তোমার প্রেমে বেশতো আমি প্রেমে দিশেহারা আজ মানবী তুমি। মিছে নয় মিছে নয় তোমারে আমি পরাণে বেঁধেছি সেই কথাটি মিছে নয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।