আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদকে উপেক্ষা করায় কুবি'তে শোকদিবস তোরণ ভেঙ্গেছে ছাত্রলীগ; মাইক বাধতে গিয়ে একজনের মৃত্যু; দেবিদ্বারে ১৬টি গরু বিতরণ, ফেরত ৩টি

কথা বলি মানুষের

কুমিল্লার দেবিদ্বারে ১৬টি গরু বিতরণ, ফেরত এসেছে ৩টিদেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম তার উপজেলার মানুষকে শোকদিবসে গরু খাওয়ানোর জন্য গতকাল রাতে বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে ১৬টি গরু বিতরণ করেছেন। পরে ঐ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও সচিব আওয়ামীলীগ নেতা এবিএম গোলাম মোস্তফা নেতাকর্মীদের নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত গরু গুলো যেন ফেরত দেয়। তা না হলে তাদের দল থেকে বহিস্কার করা হবে বলে জানান তিনি। তার নির্দেশ পেয়ে ৩টি গরু ফেরত এসেছে। আর বাকী গরুগুলোর বিতরণ থেকে সরে এসেছেন নেতৃবৃন্দ।

১৩টি গরু বন্টন করেছে সাধারন মানুষ। সেখানে কোন নেতা উপস্থিত ছিলেন না। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও সাংসদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর কোন ঘটনা তৈরী হবার আশংকা রয়েছে। উল্লেখ্য দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সীর পুত্র।

আর বর্তমান সাংসদ এবিএম গোলাম মোস্তফা ২০০১নির্বাচনের সময় ৪দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জুর) শীর্ষপর্যায়ের নেতা ছিলেন। পরে আসন বঞ্চিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেন। সাংসদকে উপেক্ষা করায় কুবি'তে শোকদিবস তোরণ ভেঙ্গেছে ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোকদিবস উপলক্ষ্যে তৈরী তোরণ ভাংচুর করেছে ছাত্রলীগের কর্মীরা। আজ সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার অতিথি হিসেবে উপস্থিত থাকলেও স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা নাসিমুল আলম চৌধুরী নজরুলকে দাওয়াত না করায় ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে বিকাল ৪টার দিকে বহিরাগত ছাত্রলীগের ৩০/৩৫জনের একটি দল বাসযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে।

এবং ক্যাম্পাসের প্রধান ফটকে শোকদিবস তোরণটি ভেঙ্গে ফেলে। এসময় উত্তেজিত কর্মীরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের বেশকিছু ব্যানার ছিড়ে ফেলে। তারা অভিযোগ করে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে উপেতি করা হয়েছে। উত্তেজিত কর্মীরা ক্যাম্পাসে ভাংচুরের চেষ্টা করলে সিনিয়র নেতৃবৃন্দ তাদের নিয়ন্ত্রণ করে। ভাংচুরের পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ নাসিমুল আলম।

এর আগে সকালে শোকদিবসের আলোচনায় সভায় প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর জেহাদুল করিম ও সকল আলোচক ৭১'র এর ঘাতকদের প্রেতাত্মাদের পদচারনা বন্ধ করার জন্য ছাত্রদের সজাগ থাকার আহবান জানান। তারা বলেন রাজাকারদের দোসররা এই ক্যাম্পাসে খুবই সক্রিয় তাদের কার্যক্রম নির্মুল করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর ভাষণ শোনাবার জন্য মাইক বাধার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে যুবলীগ কর্মী নিহত কুমিল্লা নাঙ্গলকোটে সাতবাড়িয়ায় বঙ্গবন্ধুর ভাষণ শোনাবার জন্য মাইক বাধার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে যুবলীগ কর্মী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় এলাকায় বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্যে যুবলীগ কর্মী আমির হোসেন পারভেজ (২৮) মাইক বাধঁতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.