আমাদের কথা খুঁজে নিন

   

১৫ ই আগস্ট আর কিছু কথা



আজকে ১৫ ই আগস্ট, সকাল থেকেই অনেকে অনেক রকম পস্ট করছেন দিন টি নিয়ে, কারও ভাল লাগতে পারে কারও বিরক্তি লাগতে পারে,বিশেষ করে যারা ভিন্ন মতাদরশের। কিন্তু তাই বলে, অনেকে বলছেন হিন্দি গান বাজান হচছে, এটা সেটা অনেক কথা, যেগুলো বিশ্বাস না হবার ই কথা, এই ভাবে একজন সন্মানিত বাক্তি কে নিয়ে হেয় করে কথা বলা কুরুচির পরিচয়। সমালচনা করতে হলে যুক্তি পুরনো তথ্য ভিত্যিক কথা বলে সমালচনা করুন, যেন অন্যেরা আপনার কাছথেকে নতুন কিছু জানতে পারে। মুজিব কে নিয়ে কিছু বিতর্ক থাকলেও আমারা কিন্তু আসল তথ্য কেহ জানি না, তাছারা সেই সময় যারা রাজনিতির মাঠে ভাল খেলয়ার না হয়েও অধিনায়ক হতে চেয়েছিল তারাই তাখন থেকে আজ পরজন্ত তাকে হেই করার নংরা খেলা খেলছে। তাকে হত্যা করার পর নিজেদের অপকর্ম ছাই দেয়ে ঢাকার অপচেষ্টা মাত্র।

ইতিমধ্যে তারা সফল ও হয়েছে, হাতি ঘোড়া কে পিছনে ফেলে ভেড়া হয়ে জল নিয়ে অনেক খেলা খেলেছে। আমরাও না বুঝে বোকা দর্শকের মত হাতাতালি দিয়ে তাদের কে উত্তসাহিত করেছি। মুজিব শেষের দিকে তার মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মহাভুল করে ফেলেছিলেন,জানা যাই তিনি ছিলেন কট্টর গনতন্ত্রি কিন্তু সেই সময় রাশিয়া ও ইন্ডিয়ার চাপে পরে কিছুটা ভুল পথে পা বাড়িএছিলেন। অবশ্য একথাও শিকার করতে হবে সেই চরম মুহুর্তে ইন্ডিয়া ও রাশিয়া ই ছিল পরম বন্ধু, এখন অনেক বন্ধু হলেও তখন সাহায্যের জন্যে কেহ আসেনি। তিনি অন্যের মতামতের খুব এক টা গুরত্তো দিতেন না, অবশেষে তিনি সমাজতন্ত্র বাস্তবায়ন করতেও পারেন নাই, আবার গনতন্ত্র কামি মানুষের কাছে হয়ে গেছেন বিতর্কিত, সেই সুযোগে সুবিধাবাদিরা তাকে হত্যা করে ফাইদা লুটেছে।

আর তাকে আখ্যাইত করতে চেয়েছে গনতন্ত্রের হত্যাকারি, সৈরতন্ত্রি হিসাবে যেটা খুবই বেমানান। সমাজতন্ত্র অথবা গনতন্ত্র কনটাই খারাপ নয় যদি তা না হয় সৈরতন্ত্র। পৃথিবীর অনেক দেশে সাফল্যের সাথে সমাজতন্ত্র রয়েছে অথবা গনতন্ত্র রয়েছে। শুধু নামে সমাজতন্ত্র বা গনতন্ত্র না হয়ে সেটার সঠিক বাস্তবায়ন হলে দুটর কোনোটাই খারাপ নয়, আবার সঠিক বাস্তবায়ন না হলে কোনোটাই কাজে আসে না। মুজিব সেই ভুল্টাই করেছিলেন, তার পরিকল্পনা বার্থ হবার কারনে তিনি আজ কিছুতা বিতর্কিত, এছারাও হয়ত আরও কিছু ছটখাট ভুল ছিল যেগুলা একজন শাসক হিসাবে মানুষ হিসাবে থাকিটাই সাভাবিক।

তাছারা সব দিক থেকে বিচার করলে তিনি একজন মহান নেতা ছিলেন। বাকিরা যারা খমতাই এসেছে, অনেকটা লাইনের পিছন থেকে চতুরতা আর ঠেলাগুতা দিয়ে সামনে এসে টিকিট কাটার মত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।