আমাদের কথা খুঁজে নিন

   

মেসোপটেমীয় ও গ্রীক সভ্যতা

কি যে বুঝি তাও বুঝি না।

গ্রীক সভ্যতা # গ্রীক সভ্যতা কোন কোন নদীর তীরে গড়ে উঠেনি। # গ্রীকদের অবদান ছিল সভ্যতার েেত্র। # গ্রীক সভ্যতায় প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। # চিকিৎসা শাস্ত্র, গণিত ও জ্যামিতিতে গ্রীকদের অবদান ছিল সবচেয়ে বেশি।

# গ্রীসের রাজধানী এথেন্স। মেসোপটেমীয় সভ্যতা # ইউফ্রেটিস ও তাইগ্রিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে। # মেসোপটেমিয়া সভ্যতার অবস্থান ছিল বর্তমান ইরাকে। # পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। # মেসোপটেমিয়ায় গড়ে উঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা।

# সুমেরীয় সভ্যতার সবচেয়ে বেশি অবদান ছিল লিখন পদ্ধতি। # ব্যাবিলিয়ন সভ্যতার স্থপতি হলো আ্যামেরাইট নেতা হাম্বুরাব্বী। # ব্যাবিলয়ন সভ্যতার অবদান ছিল আইন প্রণয়ন। # ব্যাবিলিয়ন সভ্যতা সর্ব প্রথম পুঞ্জিকার প্রচলন শুরু করেন। # অ্যাসেরীয়রা ৩৬০ ডিগ্রি কোণ আবিস্কার করেন।

# পৃথিবীর ইতিহাসে প্রথম গোলন্দাজ বাহিনীর গঠন করেন আসেরীয়রা। # আ্যাসেরীয় সভ্যতার লোকেরা সর্বপ্রথম পৃথিবীকে আংশ ও দ্রামিাংশে ভাগ করেছিল। # মিশর সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে। # মিশরীয় সভ্যতার প্রথম অবদান কৃষিকাজ। # পিড়ামিড, লিখন পদ্ধতি, জ্যোতবিদ্যা মিশরীয় সভ্যতাদের অবদান।

# মিশরীয়দেরকে ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। # হেরোটোডাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। # মিশরীয়রাই ৩৬৫ দিনে বছর এবং ৩০ দিনে মাসের গণনা শুরু করেন। # সিন্ধু সভ্যতার সাথে সুমেরীয় সভ্যতার মিল রয়েছে। # সিন্ধু সভ্যতা গড়ে উঠে পাকি¯তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে।

# সিন্ধু সভ্যতায় পরিকল্পিত নগর ব্যবস্থার নির্দশন পাওয়া যায়। # ১৯২২ সালে সিন্ধু সভ্যতা আবিস্কৃত হয়। # স্যার রাখাল দাস বন্দোপাধ্যায়, স্যার জন মার্শাল ও দয়ারাম সাহনী সিন্ধু সভ্যতার আবিস্কারক। # সিন্ধু সভ্যতায় প্রথম বাটখাড়ার ব্যবহার শুরু হয়। # ক্যালেডিয় সভ্যতার নতুন নাম হলো নতুন ব্যাবিলিয়ন সভ্যতা।

# ব্যাবিলনের ঝুলšত উদ্যান হলো এই সভ্যতার অবদান। # নেবুচাঁদ নেজার ব্যাবিলনের ঝুলšত উদ্যান তৈরি করে। # ব্যাবিলনের ঝুলšত উদ্যান বর্তমানে ইরাকে অবস্থিত। # সাত দিনে এক সপ্তাহ গণনা শুরু করেন ক্যালেডীয় সভ্যতার লোকেরা। # জেরুজালেমকে কেন্দ্র করে হিব্র“ সভ্যতা গড়ে উঠে।

# পৃথিবীর প্রাচীনতম ভাষা হলো হিব্র“ভাষা। # হিব্র“ শব্দের অর্থ হলো যাযাবর। # বর্তমান ইরান ছিল প্রাচীনকালে পারস্য নামে পরিচিত। # পারস্য সভ্যতার অবদান ছিল ধর্ম সংস্কার। # ফিনিশীয় সভ্যতার বড় অর্জন হলো লিখন পদ্ধতি আবি¯কার।

# ফিনিশীয়দের বর্ণমালা ছিল ২২টি। # ফিনিশীয়দের আরো একটি অবদান ছিল নৌকা তৈরি ও ব্যবসা বাণিজ্য করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.