আমাদের কথা খুঁজে নিন

   

মাঞ্জা মাইরা গাঞ্জা খাই(রি-পোষ্ট)

কিছু বলার নাই

বেশ কিছু দিন আগে গানটা শুনছিলাম যদিও আমার শুনা ভুল হয়ে থাকতে পারে। ভুল হইলে মাফ কইরা দিয়েন। গানটা হল “ আমরা বাংলায় হিপ হপ গাই মাঞ্জা মাইরা গাঞ্জা খাই.........” । ইদানিং বেশ কিছু গায়কের উদ্ভব হইছে আপনারা অনেকেই তাদের গান শুনছেন। এই সমস্ত গানের কথা গুলা যে কি ধরনের তা মনে হয় আমার আর বলার দরকার নাই।

কিন্তু গানের মাধ্যমে তরুন সমাজ কে গাঞ্জা খাইতে উতসাহিত করার থাইকা খারাপ আর কি হইতে পারে? পাশ্চাত্য ধারার অনুপ্রবেশ নতুন কিছু নয় কিন্তু একজন বাঙ্গালি এই ধরনের গান কিভাবে করতে পারে আর একজন বাঙ্গালি কেনই বা এই ধরনের গান শুনবে? বাংলা র‌্যাপের নামে যা হয় তাও আমার কাছে এক ধরনের অখাদ্য ছারা আর কিছুই মনে হয়না। জানিনা আর কার কি মত। আর তারা এই ধরনের গান করবেইনা বা কেন । আমরা শুনতে পারলে তাদের তো গাইতে আপত্তি থাকার কথা না। তবে তরুন সমাজের মধ্যে যে দুই ভাগ হয়ে গেছে আশা করি সবাই এই বিষয়ে একমত হবেন।

একভাগে আছে কিছু ভাবিষ্ট যাদের হাটু পর্যন্ত ঝুলান ব্যাগ, কলার উচু, শার্টের বোতাম খোলা,পায়ে স্নিকার, কানে সব সময় হার্ড রক। (সবাই এক রকম না যদিও) কেও আছে যাদের দু তিনটা গার্ল ফ্রেন্ড না থাকলে তো প্রেস্টিজ ই থাকেনা। নববর্ষে কাটা চামচ দিয়ে পান্তা খাইতে তো তাদের আবার খুব ভালো লাগে। আর যারা এই সমস্ত মহান গুনাবলির অধিকারি না তারা হলো খ্যাত। আসল কথা থেকেই তো দূরে সরে গেলাম।

এই ভাগাভাগি নিয়ে আর এক দিন পোষ্ট দিবো। অতএব বিনীত নিবেদন এই যে আসেন আমরা এই সমস্ত গান শুনা বন্ধ করি এবং অপরকেও না শুনতে উতসাহিত করি। বিঃদ্রঃ প্রথম পাতায় এক্সেস পাওয়ার পর এইটাই আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ধরন এখনো রপ্ত করে উঠতে পারি নাই। নতুন ব্লগার হিসাবে আপনাদের কাছ থেকে আশা করি সব ধরনের সাহায্য পাব।

আমার ব্লগ দেখার আমন্ত্রন থাকলো। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.