আমাদের কথা খুঁজে নিন

   

কমপিউটারে প্রাইভেসী ও নিরাপত্তা সংক্রান্ত টিপস

সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।

সাধারণত আমরা যারা একটি কমপিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করি তাদেরকে অনেক সময় কিছু প্রাইভেসী সংক্রান্ত ব্যাপারে বিব্রত হতে হয়। ধরা যাক একটি ১৮+ ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি এড্রেস বারে ওয়েব এড্রেসটি টাইপ করলেন যার আদ্যাক্ষর s. আপনার কাজ শেষ হওয়ার পর সবকিছু বন্ধ করে দিলেন। পরে অন্য ব্যক্তি এসে একই ব্রাউজারে সামহুতে ঢুকার জন্য এড্রেস বারে s লেখার সাথে সাথে আগে ব্যবহার হয়েছে s দিয়ে শুরু সব এড্রেসের AutoComplete লিস্ট চলে আসবে, যেখানে ১৮+ ওয়েবসাইটের এড্রেসটিও থাকবে। My Recent Documents ক্লিক করে আরেকজনের সাম্প্রতিক ব্যবহার করা ডকুমেন্ট সর্ম্পকেও জানা যায়।

এছাড়া আপনার ব্যক্তিগত ও গোপনীয় ফাইল অন্য ব্যক্তি পড়তে ও দেখতে পারে। এ ধরনের প্রাইভেসী সমস্যা সম্পর্কে আমরা সবাই জানলেও সমাধান হয়তো সবাই জানি না। কয়েকটি সমাধান এখানে উল্লেখ করলাম: AutoComplete feature AutoComplete feature টি disable করা (স্থায়ী সমাধান) Internet Explorer -এ AutoComplete feature টি disable করার জন্য মেনুবার থেকে Tools ক্লিক করে Internet Options নির্বাচন করুন। Internet Options উইন্ডোতে Content ট্যাব ক্লিক করুন। AutoComplete বাটনে ক্লিক করুন।

লিস্ট থেকে Web page addresses-র ঠিক মার্কটি উঠিয়ে দেন। (Forms বা User names and passwords on forms -র অপশনটিও ডিসোবল করতে পারেন) Fire Fox 1. Open the Firefox browser. 2. From the Firefox menu, select 'Tools' 3. Select 'Options' 4. Click 'Privacy' 5. Click 'Saved Forms' 6. Click 'Settings' 7. Select all options in the 'Clear Private Data' window 8. Click OK 9. Click 'Clear Saved Form Data Now' 10. Uncheck 'Save information I enter in forms and the Search Bar' 11. Click OK "Browsing history" তালিকা থেকে ডিলিট করা (সাময়িক সমাধান) To clear AutoComplete in Internet Explorer 7.0: • Select "Tools" • Select "Internet Options". • Open the "General" tab. • In "Browsing history" area click the "Delete" button. • In "Delete browsing history" window, to clear AutoComplete, click "Delete forms" button and then click "Yes". To clear AutoComplete in Mozilla Firefox browser: • Select "Edit" • Select "Preferences". • Under "Privacy & Security" category, select Forms. • Click "Manage Stored Form Data" button • Click "Remove All Saved Data" button. • Click OK. My Recent Documents My Recent Documents অপশনটি ডিসেবল করা (স্থায়ী সমাধান) To disable My Recent Documents for XP: • Right-click 'Start' and select 'Properties'. Or, right-click on the TaskBar and select 'Properties'. • Shoose 'Start Menu' tab. • Click 'Customize'. • Click 'Advanced' tab. • Under Recent documents, remove check mark for 'List my most recently opened documents' and click OK. My Recent Documents লিস্ট ডিলিট করা (সাময়িক সমাধান) To clear My Recent Documents folder (delete recent documents) for XP: • Right-click 'Start' button and select "Properties". • Select 'Start menu' tab. • Click 'Customize'. • To clear recent documents, open/save MRU list and visited urls, click 'Clear' button. • Click OK. Note: Your most recently used documents are removed from 'My Recent Documents' folder but it doesn't delete recent documents from your hard disk. ব্রাউজারের ভার্সনের তারতম্যের কারণে উল্লেখিত পদ্ধতিগুলো সামান্য পার্থক্য হতে পারে Password Protect Folder আপনার ব্যক্তিগত ও গোপনীয় ফাইল পাসওর্য়াড প্রটেক্ট ফোল্ডারে রাখুন। কোন ফোল্ডারকে পাসওর্য়াড প্রটেক্ট করতে হলে: ১। Right-click 'Start' button and select "Explorer" and navigate to the folder that you wish to protect. ২। Right-click on it and choose "Properties." ৩।

Click on the "Advanced" button. ৪। Under "Compress or Encrypt Attributes," check the box "Encrypt Contents to Secure Data." If you do not log on to your computer with a password, you will now be prompted for one. ৫। Click "OK" twice and you will now be able to log off and log back in. You will be prompted for a password when trying to access the folder.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।