আমাদের কথা খুঁজে নিন

   

বাইনারী অনুভূতি

বিবেক বিবাগী নামটা শাহানা বাজপাই-এর কাছ থেকে ধার করা, খুব সুন্দর একটা শব্দ। তাই নিক হিসেবে দিলাম। হৃদয় ক্ষরণ হতে উৎসারিত হওয়া রক্তাক্ত ভালোবাসা কি অবাক বিস্ময়ে বাইনারী কোডে পরিণত হয়ে হয়ে কিভাবে যেন আয়নিত কণার বোবা জগতে চলে যায় উপাস্য মূর্তির মত মহাকাশের কৃত্রিম উপগ্রহ সেটাই অভিশাপের ডাকটিকেট লাগিয়ে ফেরত পাঠায় আবার তখন ফন্টের রং পাল্টে হয় ঠিক ব্যাকগ্রাউন্ডের মত ভালোবাসা আর বাস্তবতা মিলেমিশে হয় একাকার মোবাইল ফোনটা তাই কাঁপে না আর বার্তার আগমনে। রেডিওহেডদের গানে এ রাতে বিষণ্নতার ভীষণ উৎসব তোমাকেও খুব শোনাতে ইচ্ছে করে "ওকে কম্পিউটার" যদি অস্তিত্বকে শরীর থেকে আলাদা করে আমরা আজ রাত আয়নের জগতে ঘুরে এক অনবদ্য সময় কাটাতে পারতাম‍! ফাস্ট ফরোয়ার্ড চলা এ জীবনের একটুখানি সময় হয়তো চতুর্থ মাত্রার চতুর বৃত্ত থেকে মুক্ত করে আমাদের চারটি হাতে গড়তাম আত্মার আয়তাকার আবাস, সব অসহায়ত্ব ভুলে শুধু "খুব ভালোবাসি" বলেই তোমায় ভালোবাসতে পারতাম... জানি জেগে আছে তোমার মস্তিষ্কের বিদ্যুৎময় কোষ অনুভূতির বর্ণলিপি ব্যবহার করে ছড়িয়ে দিলাম তরঙ্গ অর্ন্তনিহিত তোমায় স্পর্শ করুক আর নাই বা করুক অন্তর্জালের তথ্যভাণ্ডারে সংরক্ষিত আমার এ কবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।