আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধেক রিপোস্টঃ মাইক্রোওভেনে গ্রিল চিকে বানাবো কীভাবে?

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

বিকালে এই পোস্ট দিছিলাম। তখন বলি নাই, এখন বলি যে ঘটনাটা কী !! আসল কথা হল আমার মিডটার্মের(থিওরী) রেজাল্ট দিছে। দুইটা বিষয়ে ৪০ এ ১২ পেয়ে পার্সোনাল রেকর্ড করছি। এখন বাসায় ত ঘটনা জানতে চায়।

মানে, রেজাল্ট আর কী! এখন এসব বলার আগে আমি সবার মন ভাল রাখতে চাই। আমাকে বাঁচান। গ্রিল চিকেন খাওয়ায়া আব্বারে রেজাল্টের কথা বলব। এর আগে না। ঘটনা হইল বিদেশি রেসিপি দেখলে মশলার নাম বুঝি না।

তবে আমার কাছে মোটামুটি সব মশলা পাতিই আছে। সয়া সস,বারবিকিউ সস,ওয়েস্টার সস আরো সব হাবিজাবি একগাদা। আর, হ্যা, খুঁচাখুঁচি যেন না করে কেউ, তাই বলি। এগুলার সাথে মুরগীও আছে। কথা হল, গ্রিল চিকেন কিভাবে বানায় ? আজকে রাতেই বানানোর ইচ্ছা আমার।

কিন্তু, উপায় পাচ্ছি না। আমার মাইক্রোওভেনে গ্রিল লিখা একটা সুইচ আছে। আর, বাকি গুলাতে ওয়াট এর হিসাব দেয়া। ১০০,২০০,৩০০,৬০০,৮৫০,১০০০ ওয়াট। কথা হল, এখন আমি গ্রিল চিকেন বানাবো কেমনে ??? জ্ঞানীরা এগিয়ে আসেন।

বানানো হইলে সবাইকে দিব। সেইটা ব্যাপার না। বানানোর উপায় শিখায়া দেন রেজাল্ট দেখে এখন হঠাৎ খেয়াল হল, পরীক্ষার এই রেজাল্টের জন্য দায়ী এই ব্লগ সাইট। অবিলম্বে কোন একটা হাংকি পাংকি কারণ দেখায়া আমাকে ব্যান করে আমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট ভাল করার সুযোগ করে দেয়া হোক। ২৯ তারিখে, এই মাসেই।

ঝটিকা রুটিন। ৮ দিনে ৭ থিওরী। দুয়া কইরেন। আর, এখনকার মত রেসিপিটা দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.