আমাদের কথা খুঁজে নিন

   

১৫ই আগস্ট--- অর্ধেক ট্র‌্যাজেডি, অর্ধেক বিপ্লব!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

১৫ই আগস্ট রীতিমত একটি কয়েন, যার সম্পুর্ণ ভিন্ন ২টি দিক সমানভাবেই পরিষ্কার ও গুরুত্বপূর্ণ। --- অস্বীকার করা'র বিন্দুমাত্র উপায় নেই যে, স্বপরিবারে ব্যাক্তি বঙ্গবন্ধু'র নির্মম হত্যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা'র ও দুঃখে'র। কিন্তু একইসাথে শেখ মুজিবুর রহমানের মৃত্যু বাংলাদেশে'র প্রথম বিপ্লবও বটে। যা দেশ ও জাতি'কে চুড়ান্ত অধঃপতন থেকে রক্ষা করে। --- ঘটনাটা যতটুকু আভ্যন্তরীন, তার চেয়ে বেশি আন্তর্জাতিক।

তৎকালীন বিশ্বে'র দরিদ্র দেশগুলো'র একটাতেও স্বাভাবিক শাষন চলছিল না, ছিল হয় একনায়কতন্ত্র অথবা স্বৈরতন্ত্র। পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য, সমগ্র আফ্রিকা, লাতিন আমেরিকাজুড়ে ছিল একই চিত্র এবং একনায়কগণ ছিলেন সোভিয়েত সমর্থিত সমাজতন্ত্রী আর স্বৈরাচারীরা ছিল মার্কিন সমর্থক সামরিক নেতা। বিশ্ব ছিল ২ ভাগে বিভক্ত, মার্কিন ব্লক (ক্যাপিটালিস্ট) যাতে ছিল নর্থ আমেরিকা মানে যুক্তরাষ্ট্র-কানাডা ও পশ্চিম ইউরোপ, যাদের নামকরন করা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড, আর সেকেন্ড ওয়ার্ল্ডে ছিল পূর্ব ইউরোপ, রাশিয়াসহ সোভিয়েত দেশগুলো। --- সোভিয়েত ব্লকের সাহায্যে আমরা স্বাধীনতা অর্জন করি, এবং বঙ্গবন্ধু তার বলকান বন্ধু মার্শাল টিটো'র অনুকরনে 'বাকশাল' এর মাধ্যমে একনায়তন্ত্র চালু করে। বাংলাদেশের মানুষ সম্পূর্নভাবে সেই শাষনব্যাবস্থাসহ বঙ্গবন্ধু'কে প্রত্যাখ্যান করে এবং বঙ্গবন্ধু ক্রমশ শুধুমাত্র শেখ মুজিব হয়ে যায়।

--- মানুষ যখন চুড়ান্ত ক্ষুদ্ধ তখনই বিভৎস হত্যাকান্ডে'র মাধ্যমে হয়ে যায় বাংলাদেশে'র প্রথম বিপ্লব। বাংলাদেশ সমাজতান্ত্রিক বিশ্বে পুরোপুরি ঢোকার আগেই পুঁজিবাদি গণতান্ত্রিক পথে প্রবেশ করে। --- ইতিহাসে ১৫ই আগস্ট অবশ্যই একটি ডিসটিংগুইশড ইভেন্ট। একে ভিন্ন ভিন্ন রুপে বিবেচনা করার সুযোগ চিরকালই থাকবে। এটা ঐতিহাসিক ব্যাক্তিত্বে'র ব্যাক্তিগত কাহিনি হিসেবে একটি ট্র‌্যাজেডি এবং সামাজিক রাজনৈতিক ঘটনা হিসেবে একটি বিপ্লব হয়েই থাকবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।