আমাদের কথা খুঁজে নিন

   

"লঘুচালে চোরাবালি খেলা" থেকে কবিতা পোস্ট :: আগাছা ও হরেণ :: অবনি অনার্য

কবিতা, কলাম, গল্প, ব্যক্তিগত কথামালা

[[শুরুর কথা :: সাম্প্রতিক কাব্যগ্রন্থ "সরস সতী" থেকে কবিতা পোস্ট করতে শুরু করেছিলাম। কিন্তু আমাদের এক বন্ধুর প্রস্তাব এরকম-- প্রথম থেকে শুরু করলে কবিতার বাঁকবদলের একটা হদিস পাওয়া যায়। প্রস্তাবটি আমার ভালো লেগেছে। তাই প্রথম কাব্যগ্রন্থ "লঘুচালে চোরাবালি খেলা" থেকে কবিতা দিয়েই শুরু। এটির প্রথম প্রকাশ ২০০৪ সালে। পরে দুটো ই-সংস্করণ প্রকাশিত হয়েছিলো, যথাক্রমে কানাডা এবং ইন্ডিয়া থেকে। মূল বইয়ের কবিতাক্রম অনূসৃত হবে। বইটির প্রচ্ছদ করেছিলেন শিল্পীবন্ধু মোস্তফা জামান। ]] কতজনার কতকিছুই হলো আমার না হয় পানতাভাতত্ নুন কত্তো কী যে হওয়ার কথাই ছিলো আমার না হয় পাগলামিটাই গুণ :: আগাছা ও হরেণ :: ছোট্ট লেংটিখানা জড়াতে হয় বলে জড়িয়েছে হরেণ মাথা নিচু করে আগাছা নিংড়াতে গিয়ে পশ্চাৎদেশ যেই আকাশমুখী_ অমনি লেংটি জড়ানোর উদ্দেশ যায় ভেস্তে, হাতে কাস্তে, জীবনের তরে লড়েন মাংসোত্তাপে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে কি তার ছিলো না? কমরেড ব্যাখ্যা দিয়েছে লাল-কালো পতাকার_ "আমরা কালোরা কাস্তে চালিয়ে রক্ত ছাড়া আর কী পেয়েছি? ওল্টাও যত শেকড় আগাছার... মহা দায়িত্ব কাঁধে নিয়ে সেই ভোর থেকে মাঠে পড়ি পেটে পড়িয়াছে চিড়ে-গুড় আর গোটা আট-দশ বিড়ি "হরেণ, রে, জোরে হাত চালা, আর একবিঘা বৈ নয়" "ঢের বেশি বাবু, আগাছার মেলা, আগাছা কি শেষ হয়!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।