আমাদের কথা খুঁজে নিন

   

মাহবুব সাজ্জাদের ব্লগে আমার মন্তব্য

ঈসাপাখির কথা কমুনা, মিছাপাখির কথা কমু।

মাহবুব সাজ্জাদের ব্লগে আমার মন্তব্য মন্তব্য ১-ওস্তাদ আপনার ব্লগে আইলাম। এতোদিনে একজন জবরদস্ত ওস্তাদের সন্ধান পাইছি, ব্লক করিয়েন না হাছাই আপনার কাছে শিখনের জন্য আইছি। তবে ওস্তাদ মনে একখান দুঃখ আপনে এতো বড় এলেমদার আর আপনার লেখাখান মুসাবিদা করা হইলো বামিংহামে আপসুস ওস্তাদ। বড়ই আপসুস।

ওস্তাদ মুই মুক্ক মানুষ আপনে চখে আঙ্গুল ডাইলা দেখাইলেন। তয় একখান কথা জিগাই গেওর্গে আব্বাস ভাইয়ের সাথে আমার বাতালাপ (ব্লক হওয়ার আগে) কি আপনার চখে পড়ছে। ওস্তাদ মনে হয় পড়ে নাই তাইলে বুঝতেন চামচামি কয় প্রকার ও কি কি, আর বুঝতেন চামচামির কথাখান কে পরথমে তুলছিলো। ওস্তাদ আপনার কাছ থাইকা শিখলাম লেখা লইয়া আলাপ করন উচিৎ। শুকরিয়া ওস্তাদ আপনার জ্ঞানে আমার মুক্ক চখে সুবাতাস বইলো, (দেখলেন ওস্তাদ আপনার লগে বাতালাপেই সাহিত্য শিইখা গেলাম) তো ওস্তাদ গেওর্গে ভাইজানরে উনার তখনকার মায়ের পেটের দোস্তের (আহমদ ময়েজ) উপর লেখ একখান লেখা স্মরণ করাইতে গিয়াই তো ব্লক হইলাম লেখা লওয়া বাতালাপ আগাইতেই পারলাম না।

ওস্তাদ আপনে তো দেখলাম অনেক কিছুই জানেন, এ সাগরেদ আপনারে আর নতুন কি জ্ঞান দেবে। একখান ইনফরমেশন (মুক্ক মানুষ যুতসই বাংলা জানিনা) দেই, বছর কয়েক আগে আহমদ ময়েজ একখান গল্প লিখছিলেন গল্পখান সুরমায় ছাপাও হইছিলো গল্পে একখান কারেকটার আছে মিতালি নামে, একটু খোজ খবর নেন। মৌলবাদ টৌলবাদ সব কিছুর সমাধান এইখানে পেয়ে যাবেন। আর আমারে ব্লক করণের কারণও। ওস্তাদ আপনার কাছ থেকে এখন জ্ঞান পাওয়ার জন্য আমি প্রস্তুত, ব্লক করিয়েন না প্লিজ।

আর একখান কথা আমি হাছাই মাধ্যমিকে ব্যাকরণ পড়ি নাই, ইসকুলের সিঁড়ি মাড়ানো আমার কপালে জোটে নাই। তৃতীয় বাংলার সাহিত্যিকরা আপনার ভাবনা চিন্তা জুইড়া বিড়াজিতেছেন জাইনা মনটা বড়ো প্রফুল্ল হইলো। ভালো থাইকেন ওস্তাদ। আরেকখান কথা ওস্তাদ আপনে সত্যই পৃথক সত্তা তো না কারো ছায়া, আমার কেন জানি সন্দ হচ্ছে। মন্তব্য ২- আর প্রায়শই দেখি গেওর্গে আব্বাস নামের যে নিক আছে তার ওপরেই আপনাদের যতো ক্ষোভ।

এর কারণ কি? তিনি মৌলবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বলে? একটা ব্যাপার কি জানেন, আপনারা কখনই নিজেদের পরিশুদ্ধ করতে পারবেন না। গেওর্গে আব্বাস এর মতো ভালো লেখা লিখে দেখান। গেওর্গে আব্বাসের লেখার আমিও একজন ভক্ত, তিনি অসাধারণ লিখেন, তার লেখার বক্তব্য, উপস্থাপনায় নতুনত্ব, চমৎকারিত্ব আছে। আর অন্যকে গেওর্গে আব্বাসের মতো লিখতে হবে কেন, প্রত্যেকেই তার মৌলিকত্ব ধরে রাখতে হবে, তবেই না তিনি মৌলিক লেখক হিসেবে পরিচিতি পাবেন। ভালো শব্দটা তো আপেক্ষিক আপনার কাছে যেটা ভালো লেখা অন্যের কাছে তা কোন উল্লেখযোগ্য লেখা নাও হতে পারে।

এখন আসুন তার মৌলবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের বিষয়ে, আমার মন্তব্যের বা বাতালাপের মূল প্রসঙ্গই ছিলো এটি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আদতে বিষয়টি তা নয়, বছর দুয়েক আগেও আহমদ ময়েজ এবং গেওর্গে আব্বাস মায়ের পেটের দোস্ত (ভাই দুদিন আগেও মৌলবাদীদের সাথে যে তার দহরম মহরম ছিলো আমি তা প্রমাণ করতে পারবো) ছিলেন এবং গত দুবছরে আহমদ ময়েজের রাজনৈতিক মতের এমন কোন পরিবর্তন হয়নি যাতে তাকে মৌলবাদী বলে চিহ্নিত করা যায়। আমি গেওর্গে আব্বাসের কাছে জানতে চেয়েছিলাম এমন কি ঘটেছে যে হঠাৎ করে আহমদ ময়েজ মৌলবাদী হয়ে গেলেন। আপনাকে একটু প্রমাণ দেই আহমদ ময়েজ সম্পাদিত ‘ভূমিজ’ প্রকাশিত হয় জুলাই ২০০৫এ। এতে গেওর্গে আব্বাসের উপন্যাস ‘জ্যোস্নার বিড়াল’ প্রকাশিত হয়, কথাছিলো গেওর্গে আব্বাস সম্পাদিত ‘ধীশ্বর’(অক্টোবর ২০০৭)এ প্রকাশিত হবে আহমদ ময়েজের কবিতার পান্ডুলিপি ‘বিমূর্ত চরণে রাখি কালের ক্ষমা’ গেওর্গে আব্বাস বলে কয়ে পান্ডুলিপি তৈরী করিয়েছিলেন।

ইতিমধ্যে একটা বিষয় ঘটে যায় মায়ের পেটের বন্ধুত্ব কিছুটা শত্রুত্বের দিকে মোড় নেয় এবং গেওর্গে আব্বাস মুক্তবুদ্ধি, মুক্তচিন্তক এবং আহমদ ময়েজকে মৌলবাদী হিসেবে চিহ্নিত করার প্রয়াস চালানো হয়। আপনার মন্তব্য পড়ে মনে হলো এর কিছুটা আপনি গেওর্গের কাছ থেকে পেয়েছেন, যদি তাই হয় তাহলে গেওর্গে আব্বাসকে বলুন পুরো সত্য উন্মোচন করতে, তা হলেই ল্যাটা চুকে যায়। আরেকটা কথা গেওর্গে আব্বাসের বর্তমানের মায়ের পেটের ফ্রেন্ড মাশুক আনিসের ব্লগে আমার এবং আপনার মন্তব্য পাশাপাশি ছিলো, মুক্তচিন্তা এবং মুক্তবুদ্ধির দোহাই দিয়ে আমার মন্তব্য মুছে ফেলা হয়েছে এবং আমাকে ব্লক করাও হয়েছে। আপানার মন্তব্য কিন্তু এখনো রয়ে গেছে (শনিবার ৮ আগষ্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৮: ৪০) মায়ের পেটের বন্ধুদের কপটতার কিংবা ডাবলস্ট্যান্ডার্ড এর নমুনা কি কিছুটা পেলেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.