আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পী মাহবুব কামরান আর নেই ...

সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়। সকাল বেলা, সকালদুপুরের মাঝখানটায় মিলনের ফোন : ‍'কামরান ভাই নাই রে, কালকা দেখলাম লোকটা হাইটা যাইতাছে, আর আজকা নাই'। খুব করে একটা আড্ডাবাজির রাত কাটিয়েছিলাম আমি কামরান ভাইর সাথে তার বাসায়, সাথে মিলন ছিলো। অনেক রাতকরে গিয়েছিলাম। ডিমভাত খেয়ে কথা ও কথকতায় স্ট্রেইট ভোর।

অনেক আগের কথা এটা। পরে খুব একটা দেখা হতো না। মাঝেমধ্যেই মিলনের কাছে আমার খোজ নিতেন। যেতে বলতেন, পারিনি আর যেতে পারিনি ...। দুঃসংবাদ, অনেকের মতো আমার জন্যেও।

খুব দূরে আছি, হাতের কাছে কিছু নেই, বড়ো কিছু লেখাও যাচ্ছে না। আপাতত ফেসবুক থেকে একটি কপিপেস্ট, তার শ্রদ্ধায় ...। স্মৃতির কুয়াশা নামে- শিল্পির ইজেলে ফিরে ফিরে হানা দেয় প্রানের জোয়ার জেগে উঠে হিরণদ্যূতি ভোর। এ বন্ধ্যা সময়ে এক লক্ষে জেগে ওঠেন এক শিল্পী নিমগ্ন প্রতিভাবান প্রতিদিন নিজকে ভেঙ্গে ভেঙ্গে সৃষ্টি করেন বিমুগ্ধতা; কবিতায়, চিত্রে, গল্পে, অনুবাদে, চিত্রকলায়, নাটকে, চলচিচত্রে। বা¯তব-অবা¯তব এর আলেয়ায় অভিজ্ঞ- এসেছে পরিপূর্ণতা; শিল্প-সাহিত্যের নানান বিষয়ে সত্তায় সত্য ও সুন্দরের গভীর শিকড়টি তুলে আনতে সামাজিক বৈকল্য ও অবক্ষয় বাজিয়ে তুলেন অনায়েসে- যা আমাদেরকে একটি সুন্দর পৃথিবীর দিকে মুখ ঘুরিয়ে দেয়।

নেপথ্যচারী, অন্তর্মুখী এবং উপেক্ষিত অথচ নিভৃত্তে তার সৃষ্টিসত্তায় উল্লেখযোগ্য কাজের ব্যাপ্তী ঈর্ষান্বিত করার মতো। সওর দশকের ভিন্ন ধারার অন্যতম মেজাজী কবি-ই শুধু নন চিত্রকর মাহবুব কামরান; মাক্সীয় রাজনীতির ছায়া প্রচছায়ায় কাটিয়েছেন দীর্ঘদিন। সংগোপনে সঞ্চিত হয়েছে দ্রোহ এবং অনিবার্য রনাঙ্গনে স্বাধীনতার সূর্য চোখে নির্ভীক; চিত্রকরের শিল্প দর্শন ও চিত্রকলার রীতি প্রতিবাদের ইজেলে প্রতিভাসিত হয় । নির্ভরতার গভীর স¤পর্কের বুনোটে কবি কামরান উচ্চারন করেন : ::বিষন্ন রাত্রির ফোটা ঝড়ে পাখির পালকে :: মূর্ত মতাদর্শ। তারপর ক্রমাগত শিল্পের ভূবনে হেটে বেড়ানো অশংকিত।

বা¯তব-অবা¯তব সীমানার ধ্বনির অবছা আলো আধারির নিরন্তর বেদনা ক্রমশ প্রলুব্ধ হতে হতে অদ্ভুত সৃষ্টির অন্বেষায় বেড়ে উঠে ভিন্নমুখী অজ্ঞতা। যার অনুপ্রেরনা আর ফেলে আসা বেদনার উদ্যানে খোজ মিলে মানব সভ্যতার এক স্বচ্ছল বুনিয়াদ। যা থেকে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ জেগে উঠে আবার ঘুমিয়ে যায় প্রন্তরের অলিগলিতে। সীমাবদ্ধতার অন্তরের আস্তরের জমিনে ক্রমশ ঘটে থাকে সৃষ্টির লীলা । জীবনের দ্বীপ শিখার ইতিবৃত্তে বারবার জ্বলে উঠে মানুষ; অগনিত মানুষ।

যারা এ দিগন্তে রেখে গেছে তাদের প্রাপ্য, ভাগ্য আর অসম বন্টনের অধিকার। মানুষ আবলীলায় ফিরে পেতে চায় তার বিশ্বাস; ফিরে পেতে চায় নবজ›মান্তরের কৃষ্টি, বাঙালী সংস্কৃতির আবাহন আর প্রকৃতির নীলা¤¦রের ঋজুতে বেজে ওঠে ঘন্টাধ্বনি- যা সময়ের প্রতি পদে এগিয়ে আসে মহানন্দ। মানুষের বেড়ে ওঠার প্রাথমিক শর্ত- মানুষের সততা। মানুষের জেগে ওঠার মূল ভিত্তি সামাজিক-সংস্কৃতির স্বচ্ছতা আর নিজস্বতা। প্রয়োজন শুধু রাজনীতির শুদ্ধচর্চায় বাস্তব সময়ের অসীম প্রগাঢ় আর নিরবিচ্ছন্ন একাগ্রতা ... যা থেকে ধীরে ধীরে প্রজ্জ্বলিত হবে এ দেশের আপামর আদল, প্রস্ফুটিত হবে নানাবিধ কর্মের প্রান্তর।

অনুশীলন আর সামাজিক দায়বদ্ধতার ভেতর দিয়ে-ই শুরু হয় একজন শিল্পির জীবন এমন বিশ্ব্াস, প্রত্যাশার উর্বরতায় মূর্ত, বিমূর্ত, বাস্তবধর্মী, প্রকাশবাদ, রূপকবাদ স্মৃতির প্রতিবিম্বের জমিন ভরেছেন কামরান। স্বাধীনতা উত্তর এদেশ থেকে যে দু’চার জন সাংস্কৃতিক কর্মী ভারত সরকারের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ কামরান তাদের অন্যতম। তিনি সেখানে নাটক চিত্রকলায় উচ্চতর শিক্ষা লাভ করেন। দেশে প্রথম কার্টুন প্রদর্শনী করেন, বাংলাদেশের তৃতীয় ধারা নাটকের প্রবর্তক তিনি। সিনেপল চলচ্চিত্র সংসেদর সাধারন সম্পাদক ছিলেন, থিয়েটার কমিউনের অন্যতম প্রতিষ্ঠাতা।

”দেয়াল” নির্মানের মাধ্যমে স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্র নতুন পথের সন্ধান দেন ”সুপার এইট। ” বোহমিয়ান জীবনের মায়া- শিল্পের অন্বেষন, নিরিক্ষা, নিজেকে আরো নির্মানের অভিপ্রায়ে ছুটে বেড়িয়েছেন দেশ- দেশান্তে। চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ক¤ে¦াডিয়া, ভিয়েতনাম, নেপাল,ভূটান, প্রভৃতি। উপমহাদেশর প্রখ্যাত গণসংঙ্গীত শিল্পী হেমঙ্গ বিশ্বাস, থার্ড থিয়েটারের জনক বাদল সরকার, স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, খ্যাতিমান মকবুল ফিদা হুসেনসহ অনেক গুনীজনের সংর্স্পশে আসেন। বাংলাদেশে অনেকের মধ্যে খ্যাতমান কথা সাহিত্যিক শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস ও আহেমদ ছফা’র প্রিয়ভাজন কামরান যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছেন সারা ভারত নাটক নিয়ে, শিল্পকলার নতুন নতুন পথের সন্ধানে।

বর্তমান তিনি বেশ ব্যস্ত সময় কাটাছেন :স্কুল অব আর্ট এন্ড পেইটিং: নিয়ে। পাশাপাশি অগ্রসর মানুষের বিকাশের পূর্নতায় .. সম্পাদনা করছেন বিষয় ভিত্তিক মাসিক .: ছাপ:.। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: - পাচটি প্রর্দশনী - পাচটি নাটক - তিনটি পথ নাটক - দুটি কবিতার বই - অসংখ্য অনুবাদ ড় কাহলিল জিবরানের:সেন্ড এন্ড ফোম: ড় বুলগেরিয়ার প্রতিবাদী কবি পিটার এন্টাসবের বাছাই কবিতা ড় বিশ শতকের ফরাসী কবিতা ড় ছয়জন কবি ড় থিয়েটারের রাজনীতি - রাজনীতিরে থিয়েটার ড় গল্প আন্তর্জাতিক ড় লরেন্সের শ্রেষ্টগল্প ড় ম্যাক্সীম গোর্কী তিনটি নাটক ড় আখতারুজ্জামান ইলিয়াছ –এর স্মারক গ্রন্থ ও ডায়োরি ড় বিষয় চিত্রকলা ড় বিমূর্ত কলা ড় শিশু কিশোর চিত্রকলা শিক্ষার ক্রমবিকাশ ড় আদিবাসী সংস্কৃতি সভ্যতার সংকট আদিবাসী চিত্রকলা ও পরিপ্রেক্ষিত ড় কবি ও চিত্রশিল্পী কাহলিল জিবরান ড় চিত্রশিল্পী ও পটচিত্রী শম্ভূ আচার্য এছাড়া যে কাজ গুলো প্রায় সম্পূন শ্রমে-ঘামে-মমতায় ড় এক্সপ্রেসিনিজম ড় শিল্পী তরুন ঘোষ ও বেহুলা ড় চিত্রশিল্পী কাজী হাসান হাবীব ড় সফল অসফল পিকাসেআ ড় পক্ষী ও আদম ড় এপ্রম শর্তে সূচীপত্র- হাবীব সিদ্দিকী ড় চলচ্চিত্র: দেশের একমাত্র পটশিল্পী শম্ভূ আচার্যের ওপর তথ্যচিত্র :: এ ড্রীম অব শম্ভূ আচারিয়া:: ড় ::আশ্রয়:: লোকজ সামাজিক প্রতিচ্ছবি ড় ::মানুষের গান:: অডিও , মাটিবর্তী লেআকায়ত বাংলার চিরায়িত জনগান। প্রমূখ দেশের খ্যাতমান প্রচ্ছদ শিল্পীদের তিনি একজন, তিন তিনবার প্রথম প্রচ্ছদ শিল্পীর পুরস্কার পান মুক্তধারার। নাইজেরিয়ান বেষ্ট অ্যাওয়ার্ড লাভ করেন শিশু সাহিত্যের কভার ডিজাইনের জন্য।

অষ্ট্রেলিয়ান প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা ”অটোমান (মেলবোর্ন)” এর শতাধিক বইয়ের প্রচ্ছদ আন্তর্জাতিক খ্যাতিমান করে কামরানকে। ডানলপ (ইন্ডিয়া) পুরস্কার পান পোষ্টার ডিজাইনের জন্য, জার্মানীতেও পেয়েছেন-:আব্দুল্লাদের সবাক ছবি: বেষ্ট অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক থিয়েটার উৎসেব। দীর্ঘ কবিতার জন্য সম্মানজনক পুরস্কার গনশিল্পী সংগঠন। ইতিমধ্যে পেরিয়ে যায় কাল সময় সমাজ বাস্তবতা। রক্তাক্ত হƒদয়ে স্মৃতির কুয়াশা নামে- শিল্পির ইজেলে ফিরে ফিরে হানা দেয় প্রানের জোয়ার জেগে উঠে হিরণদ্যূতি ভোর।

এ বন্ধ্যা সময়ে এক লক্ষে জেগে ওঠেন এক শিল্পী নিমগ্ন প্রতিভাবান মাহবুব কামরান। আধুনিক শিল্পের ইজেলে আজো হয়ে পথকৎৃ আছেন মৌলিকত্বে, ব্যক্তিস্বাতন্ত্র্যে, বিষয়-বিশ্লে¬ষণে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।