আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বাংলাদেশের ভাল গুন গুলো খুঁজে বের করি।

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

দেশের বদনাম করা বা দেশের খারাপ দিক গুলো নিয়ে মুখোরোচক আলোচনা করা আমাদের অন্যতম বদঅভ্যাস। দেশে থাকতেও দেখেছি আর প্রবাসে তো আরও বেশী। আড্ডা বা আলোচনায় দেশের প্রসংগ আসলেই শুরু হয়ে যায় প্রতিযোগিতা, কে কত খারাপ পয়েন্ট বলে নিজের কৃতিত্ব জাহির করতে পারে। সীমাহীন দুর্নীতি, কলুষিত রাজনীতি, ভঙ্গুর অর্থনীতি, উদ্দেশ্যহীন শিক্ষাব্যবস্থা --- অনেক কিছুই হয়তবা সত্যি, তারপরও আমাদের দেশের অনেক ভাল দিকও কিন্তু আছে। আমরা যদি এগুলো আমাদের আলোচনায়/চর্চায় না রাখি তাহলে দিনদিন আরও হীনমন্যতায় ভুগতে থাকব।

জাতি হিসাবে গর্ব করতে পারি এমন কিছু আমাদের মনের ভিতরে থাকতে হবে-যেটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। তাই আসুন আমাদের দেশের ভাল দিক গুলো খুঁজে বের করার চেষ্টা করি- যা নিয়ে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে গর্ব করতে পারি। যদি কিছু মনে না করেন, আসুন প্রত্যেকে অন্তত একটা করে ভাল গুনের কথা উল্লেখ করি। আমাদের দেশের যে কোন ভাল দিক হতে পারে- সমাজ, রাজনীতি, অর্থনীতি, প্রকৃতি, মানূষের আচার-ব্যাবহার, সাম্প্রদায়িক-সম্প্রীতি, ধর্ম, খেলাধুলা, পারিবারিক-বন্ধন, অতীত, বর্তমান, ভবিষতের যে কোন বিষয় অথবা আপনার ইচ্ছামত অন্য যে কোন বিষয়। যদি অনেক গুলো পয়েন্ট আসে তাহলে সেখান থেকে ‘টপ-টেন’ বাছাই করার মত করে “বাংলাদেশের দশটি ভালো গুন” বাছাই করার চেষ্টা করা যেতে পারে।

আসুননা দেশের ভালো দিক গুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমি একটা বলে শুরু করিঃ ১. আমাদের দেশের ক্রিকেট টিম বিশ্বের অন্যতম ভাল ক্রিকেট টিম, যারা অন্তত ক্রিকেট খেলার নামটি জানে তারা বাংলাদেশের নাম সম্মানের সাথে সরণ করে। ২. ৩. - - -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.