আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মেয়ে নুপুর হলিউডের ছবিতে

বাংলাদেশকে নিয়ে শংকিত
একসময়ের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেত্রী নায়লা আজাদ নুপুর অভিনয় করেছেন হলিউডের ছবিতে। ছবির নাম ক্রসিং ওভার। ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন হ্যারিসন ফোর্ড, রে লিওটা, অ্যাশলে জুড। আরও চমকপ্রদ খবরটি হলো, ছবিতে তিনি সংলাপ বলেছেন বাংলায়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের নিয়ে ছবির গল্প।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ অভিবাসীদের বিভিন্ন দুঃখ-দুর্দশা নিয়ে এগিয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা। তাদেরই একজন বাঙালি মুসলিম নারী রোকেয়া জাহাঙ্গীর। রোকেয়ার চরিত্রেই অভিনয় করেছেন নুপুর। এতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে, আর অ্যাশলে জুড আইনজীবীর চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন ওয়েন ক্র‌্যামার।

ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ বছর ফেব্রুয়ারি মাসে আর যুক্তরাজ্যে ৩১ জুলাই। ক্রসিং ওভার ছাড়াও নুপুর আরও অভিনয় করেছেন হলিউডের স্টর্ম ইন দ্য আফটারনুন (১৯৯৮) ও টোয়েন্টি সেভেন থাউজেন্ড ডেজ (২০০৭) ছবিতে। এ ছাড়া টিভির লাই টু মির ‘ডিপ্রাইভড হার্ট’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। এ বছর মুক্তি পাওয়া হলিউডের অ্যানিমেশন ছবি টোপিতে তিনি কন্ঠ দিয়েছেন। এর আগে নুপুর বাংলাদেশে আবু সায়ীদ পরিচালিত কীত্তনখোলা ছবিতে অভিনয় করেন।

বিস্তারিত এখানে: http://www.imdb.com/name/nm1010629/ প্রথম আলোতে প্রকাশিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.