আমাদের কথা খুঁজে নিন

   

১২ঘন্টা গ্রামীণ ২৪ ঘন্টা একটেল



১৯৯৯ সালের আগে পকেটে থাকতো কলম, মানি ব্যাগ চিরুনী। ৯৯ এর পর যোগ হয়েছে একটা মোবাইল । এখন আবার সবার কাছে দু.তিনটা মোবাইল দেখা যায়। কারণ এক এক মোবাইলের এক এক রকম কলরেট। আমি অবশ্য সব সময় গ্রামীণ ব্যবহার করতাম।

এখন দেখি দুটা রাখা দরকার। দুপুর ১২টা থেকে চারটা। গ্রামীণ টু গ্রামীণ। আবার রাত বারোটা থেকে সকাল আটটা গ্রামীণ টু গ্রামীণ কথা বলার জন্য ওই গ্রামীণ পকেটে রাখতে হয়। এ ছাড়া অন্য যে কোন মোবাইলে ২৪ ঘন্টা কথা বলার জন্য আপাতত একটেলই মনে হচ্ছে কম রেট।

তাই একটা একটেল পকেটে রাখি। অবশ্য ওয়ারিদ এক পয়সা বেশী হলেও এরা আবার ক্যাশ ব্যাক দেয়। কিন্তু ওয়ারিদের নেটওয়ার্ক কাভারেজ কম। কিছুদিন পর ওয়ারিদ ব্যাবহার করবো কিনা ভাবছি। আজ আবার দেখলাম আইপি ফোন আসছে।

কতদিনে আসবে বলা যায় না। তবে আইপি আসলে আবার একচোট টানাটানি লাগবে। আপনাদের মনে আছে কিনা জানিনা। প্রথম যখন টেলিটক এসেছিল তখন লাইন ধরে সিম কেনার হিরিক পড়েছিল। এবার আইপি ফোন আসলে নিশ্চই তেমন হবে।

আমি অবশ্য একটু পরে ভীর কমলে কেনার ইচ্ছা আছে। লাইন ধরে কোন কিছু কেনার ইচ্চা নেই। আইপি ফোনে নাকি ২৫ থেকে ৩০ পয়সা রেটে কথা বলা যাবে। তখন মোবাইল কোম্পানি কী করবে? রেট না কমালে সবাই.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.