আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ি যেতে আট তলা থেকে লাফ দিয়ে একটুর জন্য বেঁচে গেল শিশুটি

এই ব্লগে জামাত-শিবির শুয়োরের বাচ্চারা ভুলেও নাক ডুবানোর চেষ্টা করবি না

কাজের মেয়ে হিসেবে রংপুর থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের শিশু রেখা। কাজ করতে করতে আর মন টিকছিল না ঢাকায়। বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়েছিল সে। গৃহকর্ত্রীও বলেছিল শনিবার তাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। দিনটির অপেক্ষায় ছিল মেয়েটি।

কিন্তু শনিবার রেখাকে বাইরে থেকে তালাবন্দি করে বাইরে যায় গৃহকর্ত্রী। বাড়ি যাওয়ার জন্য অস্থির রেখা সিদ্ধান্ত নেয়, জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে একাই চলে যাবে বাড়ি। আট তলা থেকে লাফ দেয় সে। ছয় তলার কার্নিশে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রেখা। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের নিচ থেকে লোকজন দেখতে পায়, ৮ম তলার জানালার নিচে তার ধরে ঝুলে আছে একটি মেয়ে।

তারা চিৎকার শুরু করলে সিকিউরিটি গার্ড ও ভবনের কিছু মানুষ ছুটে যায় মেয়েটিকে উদ্ধার করতে। কিন্তু তার আগেই সে পড়ে যায়। ছয় তলার কার্নিশে এসে পড়ার কারণে প্রাণে বেঁচে যায় শিশুটি। ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নেয়ার পর পুলিশের কাছে রেখা জানায়, তার বাড়ি রংপুর। তার বাবা মৃত আইয়ুব আলী।

রেখার বড় বোন তাকে ওই টুইন টাওয়ারের ওই বাসায় কাজ করার জন্য রেখে গিয়েছিল। শনিবার তার বাড়ি যাওয়ার কথা ছিল। যেতে না দিয়ে গৃহকর্ত্রী তাকে ঘরে রেখে তালা দিয়ে বাইরে গেলে জানালা দিয়ে বের হয়ে পালানোর চেষ্টা করে সে। তথ্যসূত্রঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.