আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে রিয়াল মাদ্রিদে বেল

রোববার রাতে ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, “গ্যারেথ বেলের দলবদল নিয়ে রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম সমঝোতায় পৌঁছেছে। আগামী ছয় বছর ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ” কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড ভেঙ্গে দিতে যাচ্ছেন বেল। টটেনহ্যামের কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসও বেলকে বিক্রি করে রেকর্ড ট্রান্সফার ফি পাওয়ার আশা ব্যক্ত করেছিলেন।
তবে গত শুক্রবার স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘এএস’ জানায়, রিয়াল বেলের জন্য ৯ কোটি ১০ লাখ ইউরো খরচ করতে যাচ্ছে, যা রোনালদোর চেয়ে ৩০ লাখ কম।

ট্রান্সফার ফি’র অঙ্ক প্রকাশ না করলেও রিয়াল জানিয়েছে, সোমবার চিকিৎসকরা পরীক্ষা করার পর গণমাধ্যম ও সমর্থকদের সামনে বেলকে উপস্থাপন করা হবে। বিশ্বের অন্যতম সফল ক্লাবে যোগ দিতে পেরে দারুণ খুশি বেল। বিদায় বেলায় টটেনহ্যামের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “ক্লাবের সভাপতি, কর্মকর্তা, কোচ, খেলোয়াড় প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ দিতে চাই ক্লাবের অসাধারণ সমর্থকদেরও। আশা করি তারা বুঝতে পারবেন আমার ক্যারিয়ারের জন্য এটা কী অবিশ্বাস্য সুযোগ।

” “টটেনহ্যাম আজীবন আমার হৃদয়ের মণিকোঠায় থাকবে। আমি নিশ্চিত, এই মৌসুমটা তাদের জন্য সাফল্য বয়ে আনবে। আমি এখন আমার জীবনের পরবর্তী রোমাঞ্চকর অধ্যায়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। আর তা হলো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।