আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেনটাইন কবিতা: 'ব্যবধান' । (দরিদ্র প্রেমিকদের জন্য অবশ্যই পাঠ্য)

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। ব্যবধান আজ তোমাতে-আমাতে ব্যবধান কত? থেকেছো আকাশচুম্বী অট্টালিকায়, ঘুনে ধরা চৌকিতে শয্যা আমার। সকালে যার প্রতীক্ষায় ব্রাজিলিয়ান কফির কাপ, কিভাবে সে বোঝে নোংরা কাপে চায়ের চুমুক। বাবার দামি গাড়ী, জানালা খুলে ওড়াও চুল; আমি পড়ি জ্যামে, শরীরের ঘামে ভিজে লোকাল বাসের সিট। তবু মিল কিছু,- একই গ্রহে বাস, ছোঁওনি আকাশ, আমি তো ন-ই। ছুঁয়েছো মাটি, আমি ছুঁই অবিরাম। কল্পনায় এঁকে যাই একে অন্যের চোখ। তবু ভালোবাসা থাক; শুধু- দু'জনের পথচলা দু'দিকেই হোক। উৎসর্গ: কবিতাটি উৎসর্গ করছি ছেঁড়া কাঁথায় শুয়ে থাকা সেই সব প্রেমিকদের যাদের প্রেমিকারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।