আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্টনে নিরিবিলি



এইখানে এলে মনে হয় তুমি সবচেয়ে বেশি নেই। তোমাকে ক্ষণিক পাবার জন্য এখানেই তবু আসি, মুগ্ধ পরান যতদূর চায় ততদূর ভালবাসি। একটি চেয়ারে উবু হয়ে থাকে টেবিলে মুখের মতো, মনে পড়ে যায় নতমুখী তুমি চুম্বনে কম্পিত। এইখানে এলে মনে হয় তুমি সবচে বেশি নেই। ভীরু হাতে কতো আদর শিখেছি এইখানে এলে বুঝি, কতো বেদনার ভালোবাসা নিয়ে তোমাকেই তবু খুজিঁ। প্রাণ গুজেঁ দিই ছবির ভিতরে আগুনে পোড়াই হাত, করতল খোজেঁ মৎস্যকন্যা তুমি যদি একেঁ দাও। এখানে এলেই মনে হয় তুমি স্তব্ধ প্রতিমা, স্মৃতি। এইভাবে রোজ বসে থাকি একা জেসমিনে ডোবে ঠোঁট ইঁদুরের মতো কেটে কেটে খাই বিরহের করপুট। তুমি নেই তাই কমেছে আদর শুধায় না কোন জন, আমার চেয়ে ভালবেসেছিল নিরিবিলি ক্যান্টন? এইখানে এলে মনে হয় তুমি সবচেয়ে বেশি নেই। নির্মলেন্দু গুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.