আমাদের কথা খুঁজে নিন

   

O my GOD আয়নাতে তাকিয়ে ভূত দেখলাম

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ভূত নিয়া ব্যপক লেখালিখি করতাম। এখনো খুব মন টানে লিখার জন্য। কিন্তু সময় করে উঠতে পারিনা। এই মাত্র বাথরুমে গেলাম শিশি দিতে।

শেষ করে আয়নার দিকে চোখ গেলো। চমকে উঠলাম। ভয়ে চিৎকার দিতে গিয়েও থেমে গেলাম। অদ্ভুধ!!!!!!!!!!!!!! লাল টকটকে রক্তচক্ষু, উশখু-খুশকো চুল আর শুষ্ক একটা মুখ আমার দিকে তাকিয়ে আছে। হিম দিয়ে উঠলো শরীর।

চরমভাবে ভয় পেয়ে গেলাম। না এভাবে আর চলেনা। বড় বেশী অন্যায় করে ফেলতেছি আমি। কিসের পিছনে ছুটতে গিয়ে জীবনটাকে তুচ্ছ করে দিচ্ছি। গত একমাসে কয়ঘন্টা ঘুমিয়েছি হিসেব করে বলে দেওয়া যাবে।

সর্বসাকুল্যে বড়জোড় ৭০-৮০ ঘন্টা। গত সাতদিনে আয়নায় চেহাড়ায় দেখিনি। আজকে চোখ পড়তে নিজের চেহাড়া দেখে নিজেই ভয় পেয়ে গেছি। এই মুহুর্ত্তে প্রচন্ড রকম দুর্বল লাগছে। নিজের নার্ভটা মনে হয় অজানা আশংকায় মুষরে গেছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।