আমাদের কথা খুঁজে নিন

   

ফুরিয়ে যখন স্বপ্নেরা যায়..........

নিজেকে হারিয়ে খুঁজি

স্মৃতির তারার আঁধার ছায়ায়, মলিন চাঁদের জোৎস্ন্যা হারায়; না দেখা এক গড়লি দেয়াল, ফুরিয়ে এখন স্বপ্নেরা যায়......। আসবে কালও নতুন ভোর এক, পেছন ফেলে অনেক কথন; তবুও তোরই পিছু সে টান, হয় বুঝি তাই ছন্দপতন। নাহয় ভালোবাসা কিছু, থাকুক হয়ে কষ্ট বুকের; হারিয়ে যখন খুঁজবো তোরে, অতীত সে সুর, বাজুক দুখের। মনে কি তোর পড়ে নিশি, রাতের সেসব থমকানো ক্ষণ? ফিরিয়ে না হয় দৃষ্টি নিলি, কি করে তুই ফেরাবি মন? তবুও জানি আমরা দুজন, থমকে এসে পথও দাড়ায়; সমর্পনের আগে নদী, সাগরে তার অর্ঘ্য হারায়। দুহাতে তাই কুড়িয়ে নিলাম, সবটুকু, যা ছিল সেদিন; শূন্য থালা, ছিন্ন বাঁধন, নেই কিছু আজ; মুক্ত সে ঋণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।