আমাদের কথা খুঁজে নিন

   

মনীষীদের চোখে নারী



১) নারী জাতি যুক্তি বোঝেনা ওরা সর্বক্ষেত্রে কেঁদে জিততে চায়- রবী ঠাকুর ২)দুনিয়ার সবচেয়ে মস্ত হেয়ালী হচ্ছে মেয়েদের মন-কাজী নজরুল ৩) নারীর সাহচার্যে একজন পুরুষ চিন্তাশীল ও সচেতন হয়ে নবসমাজ নির্মাণে সুদর্ঢ় ভূমিকা রাখতে পারে- লেলিন ৪} নারীরা সৌন্দৃ্যের প্রতীক যেমন তেমনি নিবুদ্ধিতারও প্রতীক-কনরাডে ৫) কাঁঠালের রস যেমন মিষ্টি নারীও তেমনি মিষ্টি কিন্তু তাকে খেতে গেলে হাতে যে আঠা লাগে তা এতো বিশ্রী যে তা খেতে যাওয়ার আগে সাবধান হতে হয়-ডেল কাণের্গী ৬) মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না। কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে-জিলেন বাগেস। ৭) চুমু খেলে কোন কোন মেয়ে লাল হয়ে উঠে, কেউ কেউ পুলিশ ডাকে, কেউ কেউ গালাগালি করে উঠে-কেউ কামড়ে দেয়। কিন্তু সবচেয়ে খারাপ তারাই যারা হো হো করে হেসে উঠৈ- উইলিয়াম বাই। ৮)দুষ্ট মেয়ে মানুষের মত অশুভ আর নেই এবং সৎ মেয়ে মানুষের মতো ঈশ্বর আর কিছু সৃষ্টি করতে পারেনি-ইউরিপদিস ৯) একজন পুরুষ সর্বদায় অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন নারী সর্বদায় তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে-বাটলার ১০) নারী হলো অনবদ্য শিল্প সৃষ্টির প্রধান অনুপ্রেরণা, যবতীর দেহের ভাজেঁ ভাজেঁ শত শত কবিতা লুকিয়া থাকে- লুৎফর রহমান সরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.