আমাদের কথা খুঁজে নিন

   

কে দোষী?



তোমরা ধোয়া তুলসীপাতা আমরা দোষে ভরা, এক এগারো, বলতে পারো মূল সে দোষী কারা? কারা ঘোরায় সকল সময় মাথার ওপর ছড়ি? সুযোগ বুঝে আঘাত করে সীমানা দেয় পারি। বড় বড় উপদেশে আমরা পরি বাঁধা, কাধে পিঠে চড়ে বলে- এমনটা কর গাধা। নিজের ভালো যে বোঝে না অপর পানে চেয়ে, থাকলে বসে এমনি করেই আঘাত আসে ধেয়ে। মিলেমিশে চলতে হবে নিজের কাজে লেগে- তবেই জানি বদল হবে, যাবেই ওরা ভেগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।