আমাদের কথা খুঁজে নিন

   

যত্তোসব......বেকুবের দল

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

আগে জানতাম বেকুব গাছে ধরে.....কিন্তু এখন দেখছি গাছে তাদের স্হান সংকুলানের কারণে সামুতে আশংকাজনকভাবে তাদের হার বেড়েই চলছে.... .............................................................. ব্লগিং জীবনের প্রথম দিকে রেটিং নিয়ে অনেক মাথা ব্যাথা ছিলো....একজন নতুন ব্লগার হিসেবে এটাই স্বাভাবিক ব্যাপার। পরে বুঝেছি কারো পোস্ট পড়ে ভালো-খারাপ লাগাটা যেমন ব্যক্তিগত ব্যাপার ঠিক সেভাবেই রেটিং করাটাও যার যার ইচ্ছা আর মন-মানসিকতার উপর নির্ভর করে। কিন্তু সামুতে কিছু ইদানিং বিশেষ ধরণের বেকুবের আনা-গোনা দেখা যাচ্ছে,যারা কিনা কোন ব্লগারের জন্মদিনের পোস্টে ও মাইনাস দিয়ে বসে। একসাথে অনেক ব্লগার আছি সেহেতু কারো কারো সাথে ব্যক্তিগতভাবে মতভেদ থাকতেই পারে। কিন্তু সেই ব্লগার যদি কারো জন্মদিনের পোস্ট দেয় তাহলে নিজস্ব রেষারেষির কারণে তার পোস্টে মাইনাস দেওয়াটা কতটা যুক্তিসংগত তা সেই সব বেকুবরাই ভালো বলতে পারবে.......।

গত ডিসেম্বরে আমি একবাবুর জন্মদিনে আর আমাদের ধর্মীয় উৎসব ক্রিসমাসের জন্য বেশীকিছু না বলে স্বল্পকথায় পোস্ট দিয়েছিলাম......সেখানেও যথারীতি মাইনাস। অথচ আমার আরো অনেক আব-জাব পোস্টে তেমন মাইনাস পড়ে না। এরপর থেকে ঠিক করেছি এসব শুভেচ্ছা পোস্ট আর লিখবো না। নিজের এমন হয়েছে বলে যে বলছি তা না.....ইদানিং সামুতে এটা বেশী দেখছি....ব্যাপারটা যতটা বাজে লাগে ততটাই সংকীর্ণ মানসিকতার মনে হয়....অনেকসময় অফলাইনে ব্লগ পড়ি কিন্তু কারো জন্মদিনের পোস্ট দেখলে তাকে শুভেচ্ছা জানাতে ভালোলাগে যতটা.....ততটাই মেজাজ খারাপ লাগে যখন দেখি পোস্টে শুভেচ্ছা স্বরুপ মাইনাস গিফট করা দেখলে। কারো জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে তার জন্য শুভেচ্ছা পোস্ট দেওয়াটা কতটা যে আনন্দের সেটা শুধু সেই পোস্টদাতাই অনুভব করতে পারে।

মাইনাসদেওয়া বেকুবের দল জানে না মাইনাস দিলে শুধু পোস্টদাতাকেই হেয় করা হয় না.....যার উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন তাকেও পরোক্ষভাবে হেয় করা হয়.....। ............................................................................ যার ভালো লাগবেনা সে নিঃসন্দেহে মাইনাস দিতে পারে এই পোস্টে........সবশেষ কথা সেইসব বেকুবদের কাছ থেকে আরো পরিণত আর সুন্দর মানসিকতা কামনা করছি...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।