আমাদের কথা খুঁজে নিন

   

"রাজাকার নিয়ে রাজাকারি" !! "রাজনৈতিক দলগুলির রাজনীতি" !! এবং আমাদের "প্রজন্ম চত্বর"।

শাহবাগ, হোটেল শাহবাগ এর নামে এই স্থানের নামকরন করা হয়। কিন্তু আজ সেইখানে সেই হোটেল নেই তবে রয়ে গেছে শাহবাগ। আর কালের বিবর্তনে আজ সেই শাহবাগ হয়ে উঠেছে “স্বাধীনতা প্রজন্ম চত্বর” এই প্রজন্মের রাজাকার বিরোধী সার্থক যুদ্ধের ফসল আজকের এই প্রজন্ম চত্বর। তবে “স্বাধীনতা প্রজন্ম চত্বরের” প্রজন্ম আজ কতটুকু নিরপেক্ষ তার যেই মুলদাবী আদায়ে কালের পরিক্রমায় নবম দিনের গনজাগরন বোধয় আজ ওই স্থানে নেই যেখানে এটি ছিল আমাদের আন্দোলনের প্রথমে। --------------------------------- এই রকম এক সোজা রাস্তা বানিয়েছিলাম আন্দোলনের যে “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারের ফাঁসি চাই” তবে এই রাস্তা বোধহয় এখন আর সোজা নেই বিভিন্নভাবে লক্ষ্য বিচ্চ্যুত হয়েছে বলবো না তবে তাতে আরও কিছু যোগ হয়েছে।

এই যোগ আমাদের আন্দোলনটিকে আরও বেগবানতো করেইনি বরং করেছে প্রশ্নবিদ্ধ । দেখুন এইখানে কোনরূপেই “ইসলামী রাজনীতি বন্ধের” জন্য যেই আল্টিমেটাম দেয়া হচ্ছে সেটা আমাদের দাবী নয় এবং যৌক্তিকভাবে হতেও পারে না। আর এই রেইসে কিন্তু আমাদের বিরোধীদলও পিছিয়ে নেই দেখুন গতকাল তারা এতদিন পর বিবৃতি দিয়েছে কিন্তু বিবৃতির ধরনটি কিছুটা মোনাফেকি বিবৃতি। তারাও ওই হতদরিদ্র আওয়ামীলীগ এর মতন করেই নিচু মনের পরিচয় দিয়ে বললেন “এই আন্দোলন আমরা সাপোর্ট করি তবে দেখেন না আমাদের তত্ত্বাবধায়কের দাবিটাও কি এড করা যায় কিনা” হাহাহাহাহা চরম বিনোদন। স্বাভাবিক কেননা এই রকম একটি জনজাগরন বিএনপির পক্ষে করা সম্ভব নয় শিবির ছাড়া তাই হয়ত চাচ্ছে এইখানে যদি এড করা যেত অনেক কষ্টই কমে যেত।

সুতরাং কেন এই উদ্দেশ্যহাসিলের রাজনীতি আমাদের সাথেই। আমরাতো আমাদের কথাগুলি বলছি আর সেখানে আপনারা কেন? আপনারা ছিলেন বলেই তো এই রাজাকাররা এই দেশে এত বছর মাথা উচু করে হেটে বেরিয়েছে, পেয়েছে রাষ্ট্রীয় সম্মান ,গিয়েছে এই দেশের সংসদে। নাটক বাদ দিন আমাদের কাজ আমরা করছি এইবার প্লিজ আপনাদেরটা করে ওই রাজাকারদের সঠিক বিচার নিশ্চিত করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.