আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ক্লিনআপের সুযোগে যেইসব খাপো ব্লগাররা গজাইতেছেন--মডুরা তাদের দিকেও নজর রাইখেন

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে যৌবনযাত্রার এককালীন এডমিন অমি পিয়াল আর তার এক দোস্ত আগামীতে এমপি ইলেকশনের জন্য ট্রাই করতাছেন। এইটা সাবেক এক প্রথম আলোর সাংবাদিকের কাছ থেকে শোনা। ইনারা বাংলানিউজ টিস্যু সাইটকে পূজিঁ কইরা সামুর বিরুদ্ধে সিরিজ লেখনিতে নামছেন। "বিশেষ করেসপনডেন্ট" (!) এর মাধ্যমে নানা রকম স্কিরিনশট আর হইলদা-লাল নিউজ ছাপতাছেন। ফলাফলে সামুতে এখন ছাগু নিক নিধন হইতাছে।

খুবই ভালো কথা। ছাগুদের জন্য ছাগু ব্লগ আছে, ওরা ওইখানেই লেদাক। কিন্তু এই ফাকেঁ নানান নতুন-পুরান খাপো লীগের ব্লগ নিক ভেরি ভেরি এক্টিভ এখন। চামে-চুমে যেমনে পারতাছে বিএনপির গালাগালি কইরা, বি্এনপি পন্হী ব্লগারদের বিরুদ্ধে সিন্ডিকেট কর্তাছে। খুব খেয়াল কৈইরা কিন্তু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.