আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশা ও প্রাপ্তি

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির প্রথম দিন থেকে দেখা সে স্বপ্ন এখন বাস্তব । মনের গহীনে কল্পনার তুলিতে আঁকা স্বপ্নসৌধের বাহ্যিক রূপ দেখা হল । আগে যার স্বাদ আস্বাদন করা হয়নি, সে স্বাদ পাবার জন্য রাতের সুখনিদ্রা মাটি করে জেগে থাকতে হয়েছিল । স্বার্থক আমার জেগে থাকা, নাহলে বাংলাদেশের এ ইতিহাস বাস্তবায়নের দিনের (নাকি রাতের) স্বাক্ষী হওয়া যে যেত না । চেয়ে চেয়ে দেখলাম আর অবাক হলাম।

যখন সাকিব অপরিণত ব্যাটসম্যানের মত উইকেট বিসর্জন দিয়ে ফিরে আসছিল তখন অজানা শঙ্কায় বুক কেঁপে উঠছিল, এত কাছে এসেও প্রাপ্য না পাওয়ার বেদনায় আক্রান্ত হবার ভয়ে হতাশা ভর করছিল । না, সে আশঙ্কা বাস্তবতা পায়নি । যদিও মুশফিকুর রহিমকে স্বাগতিক আম্পায়ার যেভাবে তর্জনি তুলে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিল তাতে ভাষ্যকাররা লজ্জা বোধ করেছিলেন । ভরসা ছিল নাঈম, আমার আস্থা ছিল ছেলেটার উপর । না, এবার আর অনন্ত আক্ষেপের জ্বালায় জ্বলতে হয়নি।

মাহমুদ উল্লাহ আর নাঈম হিসাব কষে ব্যাটিং করে একটু হলেও লজ্জা কি দেয়নি যারা উইকেট বিসর্জন দিয়ে এসেছে তাদেরকে ? এ জয়ের হাত ধরে আমাদের ঘরোয়া ক্রিকেট বিসিবির সুনজর পাবে এমন আশা করতে মন চায়। কিন্তু গত ৯ বছরেও যা হয়নি তা রাতারাতি হবে এমনটা ভাবতে মন সায় দেয়না । স্বপ্ন দেখি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও কাউন্টি ক্রিকেটের মত সমৃদ্ধ হবে, বিশ্বের সেরা খেলোয়াড়েরা এখানে খেলতে মুখিয়ে থাকবে । এ স্বপ্নের কারিগর যে বিসিবিকে হতে হবে । উন্নত ঘরোয়া ক্রিকেট না থাকলে ক্যারিবিয়ানে হঠাৎ করে পাওয়া জয়ের মত জয় পাবার অপেক্ষা দীর্ঘায়িত হবে, বিসিবির টাকায় ভ্রমণ করা রাজনিতীকরা এটা বোঝেন ? যে খেলা থেকে সর্বোচ্চ সম্মান আসে সে খেলার জন্য কেন বাজেটে কিছু থাকে না ? মন্ত্রী মহোদয় বলেই দিয়েছেন তিনি ফুটবলকে ক্রিকেটের উপরে দেখেন , উনি কি বাস্তবতা বোঝেন নাই ? বিশ্বকাপ ফুটবলে যাওয়া আমাদের কোনকালে হবে না, এটা বোঝার জন্য রাজনীতির দরকার নাই ; আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবও এটা জানেন ।

কোচকে তাড়ানোর জন্য ফুটবলারদের হাস্যকর নাটক আরেকবার প্রমাণ করে দিল আমাদের ফুটবলের মানসিকতা । এদের দিয়ে সত্যিকারের ফুটবল হবে না, কর্মকর্তারাও দায় অস্বীকার করতে পারবেন না । তাই সরকারের উচিৎ ক্রিকেটকে অগ্রাধিকার দেয়া, ঘরোয়া ক্রিকেট যাতে সুদৃঢ় ভিতের উপর দাঁড়াতে পারে সে চেষ্টা করা । পরিশেষে সাকিব‌-আল‌-হাসানের দলকে প্রাণঢালা অভিনন্দন, আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য । আশায় রইলাম অবশিষ্ট টি‌২০ এবং জিম্বাবুয়ে ট্যুরে সাফল্যের জন্য ।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।