আমাদের কথা খুঁজে নিন

   

এটুকুই সত্য আর কিছু নয়



অনেকদিন আগে প্রায় বিস্মৃতির সময় আলো অন্ধকারে এক পরম বিস্ময় তুমি বলেছিলে কতকাল তুমি আমাকে রাখবে মনে? পৃথিবীর যতো ঘটনা আর দুর্ঘটনা শিগগিরই আলাদা করবে আমদের তুমি যাবে তোমার পথে আমি আমার অথচ কোনো পথই কিন্তু কেবল তোমার নয় বা কেবল আমার নয়, পথগুলো তো সকলের পথ। কোন পথ কোথায় গিয়ে মিলবে আমরা জানিনা আমরা অতীতকে জানি না অথবা যেটুকু জানি ুদ্রভগ্ন অংশ জানি। আমরা ভবিষ্যৎ জানিনা কেননা কোনো নিবিড় আলোকে তাকে ষ্পষ্ট দেখতে পারি না। তাই ভবিতব্য নিয়ে যতো জল্পনা আর কল্পনাই থাকে, আমরা জানি কেবলমাত্র মূখ্য বর্তমানকে যে বর্তমানকে আমি এখন দেখি যেমন তোমাকে দেখছি আমার সম্মুখে চারদিকের বস্তুনিচয়ের মাঝখানে একটি ষ্পর্শগ্রাহ্য অবয়ব। আসলে এটাই সত্য আর কিছু নয়। অথচ কখনও কখনও স্মৃতির গহ্বর থেকে মানুষ ও ঘটনা, বাস্তব ও রটনা, প্রকৃতি ও প্ররোচনা সমস্ত কিছুরই অংশ অংশ বেরিয়ে এসে বর্তমানকে ধাওয়া করতে থাকে। বর্তমান যতই এগিয়ে যায় ভবিষ্যতের দিকে ততই হয়তো আমরা ভবিতব্যের কথা ভাবি। আজকে এতোদিন পরে আমাতে তুমি বর্তমান সুদূর অতীতে। তবুও তুমি আছ এটুকুই সত্য আর কিছু নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।