আমাদের কথা খুঁজে নিন

   

বোরা বোরা: প্রশান্ত মহাসাগরের এক মনোরম দ্বীপ ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
গতকাল তাহিতি দ্বীপের কিছু ছবি দেখেছি। আজ দেখব বোরা বোরা দ্বীপের। বোরা বোরা দ্বীপও প্রশান্ত মহাসাগরে; এবং দ্বীপটির অবস্থান তাহিতি দ্বীপের ২৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

ফ্রেঞ্চ পলেনিশিয়া বলে একটা কথা আছে। মানে ফরাসি নিয়ন্ত্রনাধীন প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ। সেরকম বোরা বোরা দ্বীপটিও ফ্রাঞ্চের ওভারসীজ টেরটরির অর্ন্তগত। বোরা বোরা ছোট দ্বীপ। মাত্র ৩৯ স্কোয়ার মাইল-তাতেই সব সৌন্দর্য নিহিত।

বোরা বোরা মানে: ‘প্রথম জন্ম। ’ স্বর্গ কি তবে পৃথিবীতেই? প্রশান্ত মহাসাগরে বোরা বোরা দ্বীপের অবস্থান লেগুন ঘেরা মনোরম দ্বীপ বোরা বোরা: রাজধানী ভাইটাপে। বাঁ পাশে ...
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।